রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

1st November New Rule: রান্নার গ্যাসের দাম থেকে ব্যাঙ্কে ট্রানজ্যাকশন চার্জ, ১লা নভেম্বর থেকে ৪ বড় বদল

1st November New Rule: দেশজুড়ে ১লা নভেম্বর তারিখ থেকে লাগু হতে চলেছে নয়া ও পরিবর্তিত নিয়ম। এই নিয়ম পুরো দেশের মানুষের উপরেই প্রযোজ্য হবে। নিয়মগুলি মূলত অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে।…

Advertisements

1st November New Rule: দেশজুড়ে ১লা নভেম্বর তারিখ থেকে লাগু হতে চলেছে নয়া ও পরিবর্তিত নিয়ম। এই নিয়ম পুরো দেশের মানুষের উপরেই প্রযোজ্য হবে। নিয়মগুলি মূলত অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন নিয়মে নভেম্বরে পরিবর্তন দেখা যাবে (New Rule November 2023)।

1st November New Rule

Advertisements

কোন কোন অর্থনৈতিক বিষয়ের নিয়মে পরিবর্তন দেখা যাবে ১লা নভেম্বরে? (1st November New Rule)

যে সমস্ত অর্থনৈতিক বিষয়ে নভেম্বর মাসে পরিবর্তন দেখা দিতে পারে, সেগুলি হল-

১. এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Cylinder Price): সাধারণত মাসের প্রথম দিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বদল আনা হয়। আসলে ওইদিন এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য পর্যালোচনা করা হয়। এই অবস্থায় গ্যাস সিলিন্ডারের দাম ১লা নভেম্বর তারিখে বাড়তে পারে বা কমতে পারে।
২. জিএসটি চালান (GST Challan): যে সমস্ত ব্যবসায়ীদের ১০০ কোটি টাকা বা তার বেশি টার্নওভার রয়েছে তাঁদেরকে তাঁদের জিএসটি চালান ৩০ দিনের মধ্যে ই-চালান পোর্টালে আপলোড করতে হবে। ১লা নভেম্বর থেকে এই নিয়ম লাগু হয়ে যাবে। সেপ্টেম্বর মাসে জিএসটি কতৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
৩. আমদানি সংক্রান্ত সময়সীমা (Import related deadline): এইচএসএন ৮৭৪১ (HSN 8741) ক্যাটাগরির অন্তর্গত ট্যাব, ল্যাপটপ, পিসি ও অন্যান্য ইলেকট্রনিক জিনিসগুলোর আমদানিতে ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা ঘোষণা করেছে সরকার। যদিও ১লা নভেম্বর তারিখে ঠিক কী হবে, সেই ব্যাপারে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
৪. ট্রানজ্যাকশন চার্জ (Transaction Charge): বিএসই (BSE) তথা বোম্বে স্টক এক্সচেঞ্জের তরফে ২০ অক্টোবর তারিখে ইউকুইটি ডেরিভেটিভস বিভাগের লেনদেনে ট্রানজ্যাকশন ফি চার্জ করার কথা ঘোষণা করে। এই পরিবর্তন এসএন্ডপি বিএসই সেনসেক্সে লাগু হবে। এই সিদ্ধান্ত বাণিজ্যে বিশেষ করে খুচরো বিক্রেতাদের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements