রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Government Holiday: স্কুল-কলেজ সহ সরকারি-বেসরকারি অফিস একটানা ৩ দিন সব বন্ধ থাকবে! রইল ছুটির তালিকা

Government Holiday: আবার একটানা ছুটি পাবে রাজ্যবাসী! এই ছুটিতে পড়ুয়াদের স্কুল থেকে শুরু করে বড়োদের অফিস সব বন্ধ থাকবে। সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকতে দেখা যাবে। এক দিন…

Advertisements

Government Holiday: আবার একটানা ছুটি পাবে রাজ্যবাসী! এই ছুটিতে পড়ুয়াদের স্কুল থেকে শুরু করে বড়োদের অফিস সব বন্ধ থাকবে। সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকতে দেখা যাবে। এক দিন নয়, দু দিন নয় মোট ৩ দিন ছুটি পাওয়া যাবে। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা এই ছুটি পড়ুয়া থেকে কর্মীরা সবাই উপভোগ করার সুযোগ পাবেন।

কোন রাজ্যে এই ছুটি পাওয়া যাবে?(Which State government has announced 3 day long holiday?)

Government Holiday

Advertisements

১. তিন দিন লম্বা ছুটি ঘোষণা করা হয়েছে দিলি সরকারের তরফে (Delhi Government)।
২. এই ছুটি লাগু হবে ৮ই সেপ্টেম্বর তারিখ থেকে। চলবে একটানা ১০ই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত। অর্থাৎ ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর এই তিন তারিখ মিলে পাওয়া যাবে একটানা ছুটি।

কেন দিল্লিতে তিনদিনের ছুটি দেওয়া হয়েছে?(Why Delhi Government has announced 3 days long holiday?)

Government Holiday

নয়া দিল্লিতে সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত জি টোয়েন্টি সম্মেলন (G 20 Summit) বসবে। এই সম্মেলনের জন্যই ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মূলত ট্রাফিক ঝঞ্ঝাট কমাতেই ছুটি দেওয়া হয়েছে স্কুল-কলেজ-অফিস কাছারিতে। দেশ-বিদেশ থেকে বহু বিশিষ্ট জনেরা আসবেন, তাঁদের যাতে কোনো সমস্যার মুখে না পড়তে হয় ছুটি দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, সাধারণ মানুষের সাধারণ চলাফেরাতেও ওই তিনদিন কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জি টোয়েন্টি সম্মেলনের মূল অনুষ্ঠান হবে সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যাবে ১৪টি আন্তর্জাতিক সংগঠনের নেতা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, অন্যান্য দেশ থেকে আসা অতিথি ও ভারতের ২৯টি রাজ্যের প্রতিনিধি।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements