রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: বয়স শুধু সংখ্যা মাত্র! 68 বছরে জিমে দেদার ওয়ার্কআউট বৃদ্ধার, ভিডিও দেখে হতবাক নেটপাড়া

Viral Video: বয়স সায়াহ্নে পৌঁছালেও শরীরচর্চা যেন অব্যাহত থাকে, যেন এমনই মন্ত্র ফুঁকে জিমের সদস্য হয়েছেন অনুর্দ্ধ ৭০ বছরের বৃদ্ধা। উক্ত বৃদ্ধার ভার তোলার ভিডিও ভাইরাল হতেই, তা চর্চার বিষয়ে…

Advertisements

Viral Video: বয়স সায়াহ্নে পৌঁছালেও শরীরচর্চা যেন অব্যাহত থাকে, যেন এমনই মন্ত্র ফুঁকে জিমের সদস্য হয়েছেন অনুর্দ্ধ ৭০ বছরের বৃদ্ধা। উক্ত বৃদ্ধার ভার তোলার ভিডিও ভাইরাল হতেই, তা চর্চার বিষয়ে পরিণত হতে দেখা গেছে। বৃদ্ধাকে ভার উত্তোলন করতে দেখে অবাক হয়ে থেকে গেলেন নেটিজেনরা।

Viral Video

Advertisements

আজকাল বেশিরভাগ মানুষের জীবনই যেন হয় অলসতায় ঘেরা অথবা অজুহাতে ভরা। কারণটা অনিয়ন্ত্রিত জীবন হোক বা কর্মব্যস্ততা, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করার সময় থাকলেও শরীরচর্চার পিছনে সময় খরচ করতে নারাজ বহু মানুষ। জিমে গিয়ে শরীরচর্চা করার কথা না হয় বাদ দেওয়া হল, যোগাসন করতেও আজকাল অনেকে অলসতা দেখাচ্ছেন। এইসবের মাঝেই ৬৮ বছর বয়সী বৃদ্ধার এক্সারসাইজ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরে আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেল।

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘ওয়েট লিফটার মাম্মি’ (Weight Lifter Mummy) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে। দাবি করা হয়েছে, এই ভিডিওটি আপলোড করেন অজয় সাংওয়ান চৌধুরী (Ajay Sangwan Choudhary) নামক এক ব্যক্তি। তিনি ভিডিওতে দৃশ্যমান বৃদ্ধার সন্তান হওয়ার পাশাপাশি জিম ট্রেনারও (Gym Trainer)। তিনি পুরো অ্যাকাউন্টই পরিচালনা করেন। ইনস্টা আইডির ডেস্ক্রিপশন বক্স থেকে জানা যায়, অজয়ের মা ৬৮ বছর বয়সে জিমে ভার উত্তোলন করতে শুরু করেন।

ভাইরাল ভিডিওটিতে বৃদ্ধা প্রথমে স্কোয়াট ও প্লাঙ্ক সাবলীলভাবে করে ফেলেন। তারপরে জিম ট্রেনারের সহায়তায় ভারোত্তোলন শুরু করেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই বৃদ্ধার মনের জোর ও উদ্যমকে সেলাম জানান অনেকে। বহু নেটিজেন বৃদ্ধার ইচ্ছাশক্তির প্রশংসা করেছেন। এই ভিডিও বহু কমবয়সী ছেলেমেয়েদের মনে অনুপ্রেরণার যোগান দিয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements