Vastu Tips: কিছু গাছ আছে জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, আবার কিছু গাছ জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাস্তুশাস্ত্রে এমনটাই বিস্তারিতভাবে লেখা রয়েছে। তাই অবশ্যই বুঝেশুনে সঠিক জ্ঞান সংগ্রহ করে বাড়িতে গাছ লাগাতে হবে। বাড়িতে কোন গাছগুলো লাগালে সুখসমৃদ্ধি বজায় থাকবে এবং জীবনে অর্থের আগমন ঘটবে, সবটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল।
(Vastu Tips) বাস্তুমতে বাড়িতে কোন গাছ লাগানো উচিত?
১. তুলসী: এই গাছকে বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখলে বাড়িতে সুখ ও আর্থিক সমৃদ্ধির আগমন ঘটে। স্নান করার পরে তুলসী গাছে জল ঢাললে গ্রহ দোষ দূর হয়। বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।
২. লজ্জাবতী: সর্ষের তেল সহযোগে প্রদীপ ব্যবহার করে শনিদেবের প্রিয় এই গাছের পুজো করলে বাড়ির পরিবেশ আনন্দে ভরে ওঠে। এই গাছটিকে বাড়ির ডান দিক করে এমন স্থানে রাখতে হবে, যেখানে সহজে এই গাছটি দেখা যায়।
৩. আমলকী: এই গাছ বাড়ির উত্তর-পূর্ব দিকে বা উত্তর দিকে লাগালে সুখশান্তি বজায় থাকে। গাছটি লক্ষ্মী ও নারায়ণের অন্যতম প্রিয় গাছ। প্রত্যেক দিন এই গাছ জল দিয়ে পুজো করতে হবে। এর উপস্থিতিতে বাড়িতে কোনোদিনই অর্থাভাব দেখা যাবে না।
৪. কলা গাছ: এই গাছটিকে বাড়ির উত্তর-পূর্ব কোণে লাগালে পরিবারের সদস্যদের জ্ঞান বৃদ্ধি পায়। বাড়িতে কলাগাছ রাখলে ভগবান বিষ্ণু বাড়িতে আশীর্বাদ বর্ষণ করেন।
৫. বেল গাছ: এই গাছটিকে বাড়িতে উত্তর বা দক্ষিণ দিকে রোপণ করলে বাড়িতে সুখশান্তি বজায় থাকে এবং বাড়িতে আনন্দময় পরিবেশ তৈরি হয়। এই গাছটিকে কেউ বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগালে বাড়ির সদস্যদের সমাজে সম্মান বৃদ্ধি পায়।
৬. শিউলি: এই গাছকে বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর দিকে রাখতে পারেন। এমনটা করলে বাড়িতে বাস করবেন মা লক্ষ্মী। এই গাছের উপস্থিতিতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যায়।
৭. জবা: তামার ঘটিতে জবা নিয়ে পূজা করলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। জীবনে আসা বাধা দূর করতে চাইলে মা দুর্গার পায়ে জবা ফুল নিবেদন করলে ভালো ফল পাওয়া যাবে। এই গাছ বাড়ির দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে হবে।