7th Pay Commission DA: অপেক্ষার অবসান! অবশেষে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। মুখ্যমন্ত্রী স্বয়ং এই ঘোষণা করলেন। যদিও এখনই সেটা পাওয়া যাবে না। এর আগে মিলতে হবে কেন্দ্রীয় সরকারের (Union Government) অনুমোদন। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলেই কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা পেতে শুরু করবেন রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employee)।
State Government dicision on 7th Pay Commission DA DA Increase
নির্বাচনের আবহে বেশ বড়ো ধরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। তিনি একইসঙ্গে এও জানান যে, পুরো বিষয়টাই নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে। ডিএ বৃদ্ধির ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের অনুমতি মিললে তবেই রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি (State Government DA Notification) জারি করা হবে।
কোন রাজ্যে ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে? (Which State Government has announced to increase DA?)
দেশজুড়ে বর্তমানে নির্বাচনের আবহ বিদ্যমান। ছত্তিশগড়ে ইতিমধ্যে নির্বাচন চলছে। এই নির্বাচন চলার মাঝেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) নিজস্ব এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) ডিএ বৃদ্ধির করার ‘ইচ্ছে’ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে চাই। এই মর্মে নির্বাচন কমিশনের কাছে অনুমোদন পাওয়ার কার্যাবলীও শুরু করে দিয়েছি”।
DA increase in Chhattisgarh
ছত্তিশগড় সরকার অনুমোদন পেয়ে গেলে ২০২৪ সাল শুরু হওয়ার আগেই চলতি বছরে মোট ৩বার ডিএ বাড়বে। ২০২৩ সালে ওই রাজ্যে ইতিমধ্যে দুবার ডিএ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে পরপর দুইবার যথাক্রমে ৫% ও ৪% হারে ডিএ বাড়ানো হয়।
উল্লেখ্য, মোট দুই দফায় ছত্তিশগড়ে নির্বাচন চলছে। ১ম দফার ভোট গ্রহণ ইতিমধ্যে ৭ তারিখে হয়ে গেছে এবং পরবর্তী দফার ভোট ১৭ নভেম্বর তারিখে হবে। আগামী ৩ ডিসেম্বর তারিখে ভোটগণনা হবে।