Viral Video: বছর গড়িয়ে গেলেও ‘সামি সামি’ (Saami Saami) গানের জনপ্রিয়তা এখনও অক্ষত। ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) মুক্তি পাওয়ার পরে বহু সিনেমা ও বহু গান বেরিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই গানের জনপ্রিয়তাকে এখনও তেমনভাবে কেউ টেক্কা দিতে পারেনি।
এই গান ২০২১ সালে প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় থাকতে শুরু করে। গানটি মুক্তি পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ভিডিওতে এই গান শুনতে পাওয়া যায়। সেই ভিডিও খাবারের হোক বা ভ্লগিংয়ের, সবেতেই শুনতে পাওয়া যায় জনপ্রিয় ‘সামি সামি’ গান। এই ট্রেন্ডিং গানে নিজের প্রতিভা প্রদর্শন করার সুযোগ ছাড়েননি শিল্পীরাও। সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী সবাই এই গানের হাত ধরে নিজের প্রতিভা পেশ করেন। সঙ্গীতশিল্পীদের যেমন গান করতে দেখা যায়, তেমনই নৃত্যশিল্পীদের ‘সামি সামি’ গানে ডান্স করার ভিডিও অগুনিতক দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমনই এক ভিডিও আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেল।
ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি সুন্দরী যুবতী সোনালি রঙের পাড় বিশিষ্ট নীল রঙের শাড়ি পরে ‘সামি সামি’ গানে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেন। গানের সঙ্গে মানানসই সাজে অসাধারণ ভঙ্গিমা সহকারে নাচ করতে দেখা যায় তরুণীকে। চুলের মাঝ বরাবর সিঁথি কেটে পরিপাটি করে চুল বেঁধে ঢেউ খেলানো চুল গানের তালের সঙ্গে প্রদর্শন করে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেন তিনি। মুখে হালকা মেকআপ, হাতে ম্যাচিং চুড়ি, নাকে নথনী ও কানে ঝুমকো পরিহিত অবস্থায় খুবই সুন্দর লাগছিল যুবতীকে।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘নিশা শর্মা’ (Nisha Sharma) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে এই ভিডিওতে দৃশ্যমান তরুণী স্বয়ং নিশাই। অসাধারণ ভঙ্গিমায় তাঁর এই নৃত্য প্রদর্শনের ভিডিও বহু দর্শকের মন জয় করে নিয়েছে। ভিডিওর কমেন্ট বক্স প্রশংসায় ভরে যেতে দেখা গেছে।