রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: দুর্দান্ত কায়দায় এক ঝাঁক মাছ ধরে তাক লাগালেন সুন্দরী বৌদি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: সম্প্রতি মাছ ধরার একটি ভিডিও হল ভাইরাল (Fish Catching Viral Video)। উক্ত ভিডিওতে এক বৌদিকে মাছ ধরতে দেখা যায় (Fish Catching Video)। সেই বৌদি মাছ ধরার জন্য বেশ…

Advertisements

Viral Video: সম্প্রতি মাছ ধরার একটি ভিডিও হল ভাইরাল (Fish Catching Viral Video)। উক্ত ভিডিওতে এক বৌদিকে মাছ ধরতে দেখা যায় (Fish Catching Video)। সেই বৌদি মাছ ধরার জন্য বেশ এক অভিনব উপায় খুঁজে বের করেন। তাঁর মাছ ধরার কায়দা দেখে অনেকেই অবাক হয়ে থেকে গেলেন। ভিডিওটি বর্তমানে মিলিয়ন সংখ্যক মানুষ দেখে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে চর্চার কেন্দ্রে এই ভিডিও। আপন কি এই ভিডিও দেখেছেন?

Viral Video

Advertisements

মাছ ধরার এই ভিডিওতে এক বৌদিকে একদম সাধারণ সাজে জলে ভরা ক্ষেতের মাঝে গিয়ে বিশেষ কায়দায় মাছ ধরতে দেখা যায়। তিনি বুদ্ধি কাজে লাগিয়ে একদম খালি হাতে মাছগুলোকে ধরে ফেলেন। তাঁকে মাছ ধরার জন্য কোনো ছিপের ব্যবহার করতে হয়নি। সবশেষে তিনি বেশ কয়েকটি মাছ ধরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

Viral Video

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রাজবংশী ইউটিউবার পল্লবী’ (Rajbongshi Youtube Pallabi) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেল থেকে পোস্ট হওয়া ভিডিওটিতে বৌদিকে একদম সাধারণ সুতির শাড়ি পরে মাথায় লাল সিঁদুর লাগিয়ে, কপালে লাল টিপ পরে, নাকে নথনী ও গলায় চেন পরে বৃষ্টির পরে পুরোনো মাছ ধরার নিয়ম অবলম্বন করে জলে ডুবে যাওয়া ক্ষেতে আগে থেকে বিছিয়ে রাখা জাল দিয়ে মাছ ধরতে দেখা যায় (Traditional Net Fishing)।

ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটিতে প্রায় ১.১ মিলিয়ন ভিউ এসেছে এবং ১৭ হাজারের মতো লাইক দেখতে পাওয়া গেছে। মাছ ধরার এই পদ্ধতি বহু দর্শকেরই ভালো লেগেছে। কমেন্ট বক্সে কেউ মাছ ধরার কথা উল্লেখ করে লিখেছেন, “খুব সুন্দর লাগছে মাছ ধরা দেখতে”। তো কেউ বৌদির প্রশংসা করে লিখেছেন, “আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। তাই দেরিতে হলেও আমি আপনার সমস্ত ভিডিওগুলো দেখি”।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements