Viral Video: সম্প্রতি বেলিডান্সের একটি ভিডিও হল ভাইরাল (Belly Dance Viral Video)। এই ভিডিওতে এক সুন্দরী যুবতীকে দুর্দান্ত ভঙ্গিমায় শরীরি হিল্লোল প্রদর্শন করতে দেখা যায়। রোজ় গোল্ড রঙের বেলি ডান্সের সাংস্কৃতিক পোশাক পরে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায় যুবতীকে। দর্শকরা এই ভিডিওর উপর থেকে এক মুহূর্তের জন্যও নজরে ফেরাতে পারেননি। আপনি কি এই ভিডিও দেখেছেন?
ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মাগনোলিয়া বেলিডান্স’ (Magnolia Belly Dance) নামক এক ইউটিউব চ্যানেল থেকে (Youtube Channel)। ভিডিওটিতে দৃশ্যমান যুবতীকে রোজ গোল্ড রঙের ব্রালেট ব্লাউজ ও ম্যাচিং রঙের ফুল লেন্থ লং স্কার্ট পরে থাকতে দেখা যায়। সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝে দুর্দান্ত কায়দায় বেলি ডান্স করেন যুবতী। এই ভিডিওতে দৃশ্যমান প্রাকৃতিক পরিবেশ ছিল যেন তুলি দিয়ে আঁকা। নিম্নে যেন কোমল সবুজ রঙের চাদর বিছানো ছিল এবং গাছগুলি যেন পুরো এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য পরস্পরের সমান্তরালে একটি নির্দিষ্ট দূরত্বে ছিল। এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মাঝেই যুবতীকে মানানসই পোশাকের সঙ্গে টায়ারা, গলার হার, বালা, কোমরবন্ধনী পরে সুন্দরভাবে নাচ করতে দেখা যায়।
ভিডিওটিতে দৃশ্যমান যুবতী ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে দেয় দর্শকদের। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ১ বছরের পুরনো হলেও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠতে দেখা গেছে। এই ভিডিওটি ৪.৫ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন।