Viral Video: ভাইরাল হল জনপ্রিয় ‘কোকা কোলা লায়ো’ (Coca Cola Layo) গানে নাচ করার ভিডিও। এই গানে বাড়ির ছাদে নেচে ভাইরাল হওয়ার তালিকায় নাম লেখালেন এক সুন্দরী তরুণী। ভিডিওটির দৌলতে বহু দর্শকের কাছে প্রশংসা কুড়িয়েছেন তিনি। প্রকাশ্যে আসা মাত্রই ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি আপনি দেখেছেন?
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ডান্স উইথ আলিশা’ (Dance With Alisha) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে, ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম আলিশা (Alisha)। এই ভিডিওতে এক জনপ্রিয় গানে বাড়ির ছাদে ভারী ঘাগরা চোলি পরে নাচ করতে দেখা যায় তাঁকে। এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় রুচিকা জাঙ্গিদের (Ruchika Jangid) ‘কোকা কোলা লায়ো’ (Coca Cola Layo) গান। এই গানেতেই দুর্দান্ত নেচে নেটিজেনদের মন জয় করে নেন আলিশা।
ভিডিওটিতে আলিশাকে সাদা ও কমলা রঙের কম্বিনেশনে ঘাগরা চোলি পরে থাকতে দেখা যায়। কমলা রঙের ফ্লোরাল প্রিন্ট বিশিষ্ট সাদা রঙের ঘাগরা ও কমলা রঙের চোলি পরে মাথায় কমলা রঙের নেটের ওড়না দিয়ে বাড়ির ছাদে অসাধারণভাবে নৃত্য পরিবেশন করেন আলিশা। তাঁর শরীরে গয়না বলতে ছিল শুধুমাত্র কানের দুল। কোমর পেরিয়ে যাওয়া লম্বা চুল বিনুনি করে দুর্দান্ত ভঙ্গিমায় নাচ করেন তিনি।
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ভিডিওটি প্রায় ১১ কোটির মতো মানুষ দেখে ফেলেছেন এবং ৪.২ লক্ষ মানুষ পছন্দ করেছেন। ভিডিওটি দু বছরের পুরনো হলেও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়ে যেতে দেখা গেছে।