Viral Video: ‘বার্সো রে মেঘা মেঘা’ (Barso Re Megha Megha) গানে বিদীপ্তার নাচ করার ভিডিও হল ভাইরাল। তিনি ইন্টারনেটের জগতে নৃত্যশিল্পী ‘বিদীপ্তা শর্মা’ (Bidipta Sharma) নামে পরিচিতি লাভ করেছেন। নিজের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকমের গানে নাচ করার ভিডিও পোস্ট করে থাকেন তিনি। সম্প্রতি জনপ্রিয় হিন্দি গানে তাঁর নৃত্য পরিবেশন করার এক ভিডিওই (Hindi Dance Cover) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
ভাইরাল ভিডিওটিতে (Viral Video) বিদীপ্তাকে (Bidipta Viral Video) খোলা আকাশের নিচে সবুজ পরিবেশে জনপ্রিয় হিন্দি গানে (Hindi Song Dance) ডান্স করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘বার্সো রে মেঘা মেঘা’ (Barso Re Megha Megha) গান। এই গানেতে খুবই সুন্দর নৃত্যশৈলী অবলম্বন করে দক্ষতার সঙ্গে নাচ করেন তিনি।
ভিডিওটিতে বিদীপ্তার পরণে দেখা যায় বিশেষ প্রিন্টের তুঁতে রঙের ঘেরযুক্ত ফুল লেন্থ ঘাগরা ও মানানসই সাদা রঙের স্লিভযুক্ত ব্লাউজ, সঙ্গে ম্যাচিং ওড়না। মাথার চুল পরিপাটি করে বেঁধে বিনুনি করে ‘বার্সো রে মেঘা মেঘা’ (Barso Re Megha Megha) গানে নৃত্য পরিবেশন করেন তিনি। গয়না বলতে তাঁর অঙ্গে ছিল সিলভার প্লেটেড মেটালিক বালা ও ছোট্ট মতো রূপোলি রঙের কানের দুল। মানানসই সাজে খুবই সুন্দর ও মিষ্টি দেখতে লাগছিল মৌকে। কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক ও মুখে মিষ্টি হাসি নিয়ে অসাধারণ ভঙ্গিমায় নাচ করেন বিদীপ্তা। সবুজ পরিবেশের মাঝে নাচ করে দর্শকদের মন জয় করে নিলেন তিনি।
এই ভিডিও আপলোড করা হয়েছে ‘বিদীপ্তা শর্মা’ (Bidipta Sharma) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel Viral Video) থেকে। এই ভিডিও মাত্র ২ সপ্তাহ আগে পোস্ট করা হয়েছে। এর মধ্যেই ভিডিওটিকে ২১ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং ১.২ হাজার মানুষ পছন্দ করেছেন।