রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘ছাতা ধরো হে দেওরা’, জনপ্রিয় লোকগীতিতে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: জনপ্রিয় লোকগীতিতে নাচ করে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়ালেন নৃত্যশিল্পী মৌ (Mou) ওরফে মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। 'ছাতা ধারো হে' গানে অসাধারণ ভঙ্গিমায় নেচে দর্শকদের মন জয় করে নিলেন…

Advertisements

Viral Video: জনপ্রিয় লোকগীতিতে নাচ করে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়ালেন নৃত্যশিল্পী মৌ (Mou) ওরফে মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। ‘ছাতা ধারো হে’ গানে অসাধারণ ভঙ্গিমায় নেচে দর্শকদের মন জয় করে নিলেন মৌমিতা। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে এই ভিডিও। আপনি কি এই ভিডিও দেখেছেন?

Viral Video

Advertisements

এই ভাইরাল ভিডিও আপলোড করা হয়েছে মৌয়ের ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) থেকে। এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘ছাতা ধারো হে দেওরা’ (Chhata Dharo He Deora) গান। এই গানেতেই মানানসই পোশাকে বাড়ির ছাদে নেচে দর্শকদের মুগ্ধ করলেন মৌ।

Viral Video

ভিডিওটিতে মৌয়ের পরণে দেখা যায় বিশেষ আলপনার পাড়যুক্ত নীল রঙের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ। মাথার চুল খুলে রাখার পরিবর্তে মাথায় খোঁপা করে নেন তিনি। এই খোঁপার চারিদিকে জড়িয়ে দেন লাল রঙের ছোট ছোট ফুল। খোঁপায় ফুলের উপস্থিতি তাঁর সাজের মানান আরও বাড়িয়ে দেয়। একদমই হালকা মেকআপে ঠোঁটে লাল লিপস্টিক ও কপালে কালো টিপ পরেন তিনি। গানের সঙ্গে একদম উপযুক্ত সেজে খোলা আকাশের নিচে বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করেন মৌ।

ভিডিওটি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যে ৬.৫ মিলিয়ন মানুষ ভিডিওটিকে দেখে ফেলেছেন এবং ২৪ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। এক নেটিজেন পোস্টের কমেন্ট বক্সে মৌয়ের প্রশংসা করে লেখেন, “যেমন মিষ্টি গান, তেমন মিষ্টি নাচ এবং তেমনই মিষ্টি শিল্পী”। এক নেটিজেন তাঁর নাচের দক্ষতার প্রশংসা করে লেখেন, “ভিডিওর শুরুর দিকে জলতরঙ্গের আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে খুব সুন্দর নাচ করেছো। মোহিত ও নির্বাক হয়ে গেলাম তোমার নাচ দেখে। জাস্ট অসাধারণ”।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements