Viral Video: আবারও ভাইরাল মৌ সুন্দরীর নাচের ভিডিও (Mou Dance Viral Video)। জনপ্রিয় ‘দে দোল দোল দোল’ গানে নেচে দর্শকদের তাক লাগিয়ে দিলেন তিনি। প্রাকৃতিক পরিবেশের মাঝে সুন্দরভাবে সেজে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করতে দেখা গেল মৌকে। নেটিজেনরা এই ভিডিও থেকে নজর ফেরাতে পারেননি। আপনি কি এই ভিডিও দেখেছেন?
ভিডিওটি আপলোড করা হয়েছে মৌ ওরফে মৌমিতা বিশ্বাসের (Moumita Biswas) নিজস্ব ইউটিউব চ্যানেল “ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) থেকে। এই ভিডিও এক বছরের পুরনো হলেও সম্প্রতি নতুন করে ভাইরাল হতে দেখা গিয়েছে।
ব্যাকগ্রাউন্ডে শোনা যায় জনপ্রিয় ‘দে দোল দোল দোল’ (De Dol Dol Dol Song) গান। এই গানে নদীর ধারে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেন মৌ। নাচ করার সময়ে তাঁর পরণে দেখা যায় লাল পাড়যুক্ত আলপনা আঁকা কালো রঙের সাধারণ সুতির শাড়ি ও মানানসই প্রিন্টেড কালো রঙের ব্লাউজ। মুখে মানানসই মেকআপ, ঠোঁটে লাল রঙের লিপস্টিক ও কপালে টিপ পরিহিত অবস্থায় তাঁকে দেখতে খুবই সুন্দর লাগছিল। চুল বিনুনি করে লাল ফিতে দিয়ে মুড়ে কাঁধের দুইদিকে ফেলে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে নাচ করেন মৌ। গলায় ও কানে মানানসই গয়না, হাতের লাল রঙের কাঁচের চুড়ি তাঁর সাজে যেন পূর্ণতা দিয়ে দেয়।
এই ভিডিওটি প্রায় ৩৭ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং হাজার হাজার মানুষ পছন্দ করেছেন। মৌয়ের নাচের ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকরা। তাঁর নাচ দেখে এক নেটিজেন বলেন, “অসাধারণ মৌ। চোখ এবং মন দুইই ভরে গেল । কি পারফেক্ট স্টেপ, পারফেক্ট বডি মুভমেন্ট ! যেন চোখের পলক পড়তেই চায় না”। অপরদিকে আরেক নেটিজেনকে বলতে দেখা যায়, “অসাধারন, অনবদ্য, কোনো বিশেষণই যথেষ্ঠ নয় এই নাচটাকে বর্ননা করার জন্য…চোখ জুড়িয়ে গেল”।