Viral Video: জনপ্রিয় ‘গুলি মাতা’ গানে নেচে নেট দুনিয়ায় প্রশংসা কুড়ালেন মৌ সুন্দরী। ভিডিও প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যে তা ভাইরাল হয়ে যেতে দেখা যায়। আপনি কি এই ভিডিও দেখেছেন? ইন্টারনেট জগতের অন্যতম পরিচিত মুখ মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। দক্ষতায় পরিপূর্ণ নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে থাকেন তিনি। তাঁর সৌন্দর্য্য ও নাচের সাক্ষী হয়ে ভিডিও থেকে চোখ সরাতে পারেন না দর্শকরা। মৌমিতার প্রত্যেক ভিডিওই পরস্পরের থেকে আলাদা রকমের হয়। নানান রকমের পোশাকে নানান রকমের নাচ করতে দেখা যায় মৌমিতাকে।
নিজের নাচের দৌলতে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছেন মৌমিতা বিশ্বাস ওরফে মৌ (Mou)। তাঁর নিজের একটি ইউটিউব চ্যানেল আছে, নাম ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou)। এই চ্যানেল থেকেই তিনি নিজের নাচের ভিডিও আপলোড করেন। চ্যানেলে চোখ পাতলেই অগুনিতক ভিডিও দেখতে পাওয়া যায়। এর মধ্যেই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mou Viral Video) হয়ে যেতে দেখা গেল।
ভাইরাল ভিডিওটিতে (Viral Video) মৌকে ফ্লোরাল প্রিন্টের খুব সুন্দর একটি গাউন পরে জনপ্রিয় হিন্দি গানে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghosal) ও সাদ লামজারেদের (Saad Lamjarred) ‘গুলি মাতা’ (Guli Mata) গান। এই গানেতেই বাড়ির ছাদে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করলেন নৃত্যশিল্পী মৌ। নাচ করার সময়ে মৌয়ের পরণে দেখা যায় হালকা আকাশি রঙের ফ্লোরাল প্রিন্টের গাউন ও গোলাপি রঙের জিপসি কয়েন হেড স্কার্ফ (Gypsy Coin Head Scarf)। গানের সঙ্গে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করেন মৌ।
ভিডিও পোস্ট হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই ৮ হাজারেরও বেশি ভিউ পেয়ে যায়। বহু মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন এবং কমেন্ট বক্সে মৌয়ের প্রশংসা করে মন্তব্য করেছেন।