Viral Video: জনপ্রিয় হরিয়ানভি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন সুন্দরী যুবতী (Haryanvi Viral Video)। পুরো ভিডিওতে তাঁকে দুর্দান্ত এনার্জি সহকারে ডান্স করতে দেখা যায়। যুবতীর নাচ দর্শকরা বেশ পছন্দও করেন। তা ভিডিওতে দর্শকদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যায়। হরিয়ানভি গানে যুবতীর নাচ করার ভিডিও (Dance Viral Video) বর্তমানে ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটের জগতে।
ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘ট্রাক্টর পে আওয়ে কভি আওয়ে বুলেট পে’ (Tractor Pe Aave Kadi Aave Bullet Pe song) গান। এই গানটি যদিও প্রকাশ্যে এসেছিল ‘জাট কি ইয়ারি’ (Jaat Ki Yaari song) মিউজিক ভিডিও অ্যালবাম হিসাবে। পরে তা অন্য নামে জনপ্রিয় হয়ে যায়। গানটি গেয়েছিলেন টিআর এবং মাহি পাঞ্চাল (TR & Mahi Panchal)। এই গান সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বহু রিল ও দীর্ঘ ভিডিওতেই এই গান বাজতে শোনা যায়। গানটি ২০১৮ সালে মুক্তি পেলেও সম্প্রতি নতুন করে বিভিন্ন ভিডিওতে থাকতে দেখা গেছে।
জনপ্রিয় ‘জাট কি ইয়ারি’ গানেতেই দুর্দান্ত এনার্জি সহকারে নেচে খবরের শিরোনামে যুবতী। একরাশ জনতার সমানে আত্মবিশ্বাস সহকারে নাচতে দেখা যায় সুন্দরী যুবতীকে। নাচ করার সময়ে তাঁর পরণে দেখা যায় টুকটুকে লাল রঙের সালোয়ার কামিজ। চুল খোলা রেখে স্টেজে উদ্দাম নেচে পুরো আসর জমিয়ে দেন যুবতী।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘সোনোটেক রাগনী’ (Sonotek Ragni) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিও ইতিমধ্যে ৩ লক্ষ মানুষ দেখে নিয়েছেন এবং হাজার হাজার মানুষ পছন্দ করেছেন। বহু দর্শকেরই এই ভিডিও ভালো লেগেছে। অনেকেই যুবতীর নাচের প্রশংসা করেছেন।