Viral Video: ‘কাভালা’ গানে নাচ করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল সৃষ্টি করলেন তরুণী। বন্ধ ঘরে দুর্দান্ত এনার্জি সহকারে ডান্স করে দর্শকদের মন জয় করে নিলেন তিনি। তাঁর নাচের ভঙ্গিমা এতটাই নিপুণ ছিল যে, এক সেকেন্ডের জন্যেও দর্শকরা ভিডিও থেকে নজর সরাতে পারেননি। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওটিতে শোনা যায় ‘কাভালা’ (Kaavaalaa) নামক ট্রেন্ডিং গান। বর্তমানে দীর্ঘ ভিডিও ও রিলে এই গানেরই রমরমা। গানটি মূলত জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের ‘জেলার’ (Jailer) সিনেমার গান। অফিসিয়াল গানের ভিডিওতে কোমর দোলাতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে (Tamanna Bhatia)। তামান্নার দুর্দান্ত ডান্স মুভ ঘুম উড়িয়ে রেখে দেয় পুরুষ ভক্তদের।
এইবার এই গানই শোনা গেল কশিকা সিসোদিয়া নামক এক নৃত্য শিল্পীর ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা ভিডিওতে (Kaavaalaa Dance Cover)। ইউটিউব চ্যানেলটির নাম ‘কশিকা সিসোদিয়া’ (Kashika Sisodia)। ‘জেলার’ সিনেমার জনপ্রিয় গানেতে কর্ষিকার তরফে প্রদর্শিত ডান্স মুভ বেশ নজরকাড়া ছিল। ভিডিওটিতে কশিকার পরণে শরীরের নিম্নভাগে ছিল ফুল লেন্থ হাই স্লিট লং স্কার্ট এবং উপরিভাগে ছিল একই রঙের ক্রিসক্রস বডি হল্টার ব্লাউজ। কোমরে রূপোলি রঙের কয়েনযুক্ত কোমরবন্ধনীও দেখা যায়। চুল খোলা রেখে দুর্দান্ত এনার্জি সহকারে ডান্স করেন কশিকা।
এই নাচের ভিডিও প্রকাশ্যে আসার পরে মাত্র ২ সপ্তাহের মধ্যেই ৫০ হাজার ভিউ পেয়ে গেছে। হাজার হাজার মানুষ এই ভিডিওটিকে লাইকও করেছেন। ভিডিওর কমেন্ট বক্স প্রশংসায় উপচে পড়তে দেখা গেছে।