রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘কাভালা’ গানে বন্ধ ঘরে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: 'কাভালা' (Kaavaalaa) গানে নেচে সোশ্যাল মিডিয়ায় (Social Media) চর্চার কেন্দ্রে এক সুন্দরী যুবতী। দর্শকদের এই নাচ এতই ভালো লেগেছে যে, অনেকেই তাঁর নাচকে তামান্নার নাচের সঙ্গে তুলনা করেছেন।…

Advertisements

Viral Video: ‘কাভালা’ (Kaavaalaa) গানে নেচে সোশ্যাল মিডিয়ায় (Social Media) চর্চার কেন্দ্রে এক সুন্দরী যুবতী। দর্শকদের এই নাচ এতই ভালো লেগেছে যে, অনেকেই তাঁর নাচকে তামান্নার নাচের সঙ্গে তুলনা করেছেন। যুবতীর নাচের প্রশংসায় ভরে গেছে ভিডিওর কমেন্ট বক্স। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। এই ভিডিও কি আপনি দেখেছেন?

Viral Video

Advertisements

ভাইরাল ভিডিওটি (Viral Video) আপলোড করা হয়েছে ‘মনীষা সাটি অফিসিয়াল’ (Manisha sati Official) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটি মূলত একটি শর্ট ভিডিও (Youtube Shorts)। যুবতীর এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মুগ্ধ হয়ে গেছেন। ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে জানা গেছে, ভিডিওতে দৃশ্যমান যুবতী স্বয়ং মনীষা সাটি। তিনি এই চ্যানেল থেকে নিজের নাচের একাধিক ভিডিও পোস্ট করেছেন। এর মধ্যেই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে যেতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

Viral Video

এই ভিডিওতে মনীষাকে বন্ধ ঘরের মধ্যে জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার (Tamanna Bhatia) ‘কাভালা’ (Kaavaalaa Song) গানে এনার্জেটিক ডান্স করতে দেখা যায়। হুবহু তামান্নার পোশাকের রঙের মতো পোশাক পরতে দেখা যায় মনীষাকে। তাঁর পরণে দেখা যায় সবুজ রঙের ব্রালেট ব্লাউজ ও ফুল লেন্থ স্লিট স্কার্ট। মিড লেন্থের চুল খোলা রেখে কানে হালকা মতো এক জোড়া দুল ও হাতে মেটালিক চুড়ি পরে দুর্দান্ত ডান্স করেন মনীষা। গানের সঙ্গে তাল মিলিয়ে অসাধারণ ভঙ্গিমায় শরীরি হিল্লোল প্রদর্শন করেন তিনি।

মনীষার এই ভিডিও দর্শকদের খুব ভালো লেগেছে। এই ভিডিও ৫.৭৮ লক্ষ মানুষ পছন্দ করেছেন এবং প্রায় ৪ হাজার মানুষ এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements