রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘কাভালা’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: ট্রেন্ডিং 'কাভালা' (Kaavaalaa) গানে নাচ করে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে এক যুবতী। দুর্দান্ত ভঙ্গিমায় ডান্স করে নেটিজেনদের আকর্ষণ করলেন তিনি। খুবই সুন্দরভাবে বেলি ডান্স করে দর্শকদের তাক লাগিয়ে…

Advertisements

Viral Video: ট্রেন্ডিং ‘কাভালা’ (Kaavaalaa) গানে নাচ করে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে এক যুবতী। দুর্দান্ত ভঙ্গিমায় ডান্স করে নেটিজেনদের আকর্ষণ করলেন তিনি। খুবই সুন্দরভাবে বেলি ডান্স করে দর্শকদের তাক লাগিয়ে দিলেন যুবতী। তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসার পরে বহু মানুষ দেখে নিয়েছেন। আপনি দেখেছেন নাকি?

Viral Video

Advertisements

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘ইন্ডিপেন্ডেন্স ডান্স স্টুডিও’ (Independence Dance Studio) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওতে দেখতে পাওয়া যায় প্রথমে এক যুবতী ডান্স করতে শুরু করেন। পরে তাঁর সঙ্গে দেয় দুই যুবতী ও দুই যুবক। ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে জানা গেছে ৫ জনের নাম। এদের নাম হল প্রিয়া (Priya), স্নেহা (Sneha), বসন্ত (Vasanth), কোচিন (Kochin) ও আনীথা (Anitha)। ৫ জনকে খোলা আকাশের নিচে সবুজ মাঠের মাঝে উদ্দাম ডান্স করতে দেখা যায়। ভিডিওতে দৃশ্যমান নাচের কোরিওগ্রাফি করেছেন স্নেহা ও আনীথা।

Viral Video

এই ভিডিওতে শোনা যায় ‘কাভালা’ গান। এই গানটি রজনীকান্ত অভিনীত ‘জেলার’ (Jailer) সিনেমার গান। এই সিনেমার মুক্তি পাওয়া মিউজিক ভিডিও ‘কাভালা’তে তামান্নাকে খুবই সুন্দর ডান্স করতে দেখা যায়। এই গান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেডিংয়ে থাকতে দেখা গেছে। এইবার এই গানেতেই ৫ জনের নাচ করাই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল। ভিডিওতে বাকিদেরকে কালো পোশাকে দেখা গেলেও, স্নেহাকে গোলাপি রঙের থাই স্লিট ফুল লেন্থ স্কার্ট ও কালো রঙের স্কিন টাইট টপস পরতে দেখা যায়।

এই ভিডিওটি বহু দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটিকে হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন এবং অসংখ্য মানুষ পছন্দ করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements