Viral Video: ‘কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া’ (Komola Nrityo Kore Thomkiya Thomkiya) গানে সম্পিতার নাচ করার ভিডিও হল ভাইরাল। তিনি ইন্টারনেটের জগতে নৃত্যশিল্পী ‘সম্পিতা প্রামাণিক’ (Sampita Pramanik) নামে পরিচিতি লাভ করেছেন। নিজের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকমের গানে নাচ করার ভিডিও পোস্ট করে থাকেন সম্পিতা। সম্প্রতি জনপ্রিয় বাংলা গানে তাঁর নৃত্য পরিবেশন করার এক ভিডিওই (Bengali Dance Cover) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
ভাইরাল ভিডিওটিতে (Viral Video) সম্পিতাকে (Sampita Viral Video) খোলা আকাশের নিচে সবুজ পরিবেশের মাঝে জনপ্রিয় বাংলা গানে (Bengali Song Dance) ডান্স করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ”কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া’ (Komola Nrityo Kore Thomkiya Thomkiya) গান। এই গানেতে খুবই সুন্দর নৃত্যশৈলী অবলম্বন করে দক্ষতার সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।
ভিডিওটিতে সম্পিতার পরণে দেখা যায় লাল পাড়যুক্ত সাদা শাড়ি ও ম্যাচিং ডিজাইনার লাল ব্লাউজ। মাথার চুল পরিপাটি করে বেঁধে ‘কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া’ (Komola Nrityo Kore Thomkiya Thomkiya) গানে নৃত্য পরিবেশন করেন তিনি। গয়না বলতে তাঁর অঙ্গে ছিল সিলভার প্লেটেড মেটালিক গলার হার, লম্বা কানের দুল, হাতের চুড়ি-বালা ও কোমরবন্ধনী। মানানসই সাজে খুবই সুন্দর দেখতে লাগছিল সম্পিতাকে। কপালে লাল টিপ ও ঠোঁটে লাল লিপস্টিক পরে মুখমণ্ডলে অসাধারণ এক্সপ্রেশন দিয়ে অসাধারণ ভঙ্গিমায় নাচ করেন সম্পিতা। কখনও সবুজ পরিবেশের মাঝে, আবার কখনও পুরোনো অট্টালিকার মধ্যে নাচ করে দর্শকদের মন জয় করে নিলেন তিনি।
এই ভিডিও আপলোড করা হয়েছে ‘সম্পিতা প্রামাণিক’ (Sampita Pramanik) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel Viral Video) থেকে। এই ভিডিও প্রায় ১ বছর আগে পোস্ট করা হলেও সম্প্রতি নতুন করে এটিকে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠতে দেখা গেল। ভিডিওটিকে ইতিমধ্যে ৫.৪৩ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং ১০ হাজার মানুষ পছন্দ করেছেন।