Viral Video: ইন্টারনেট সেনসেশন মৌ ওরফে মৌমিতা বিশ্বাসের (Moumita Biswas) নাম কে না চেনেন! নৃত্যশিল্পী মৌয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটির নাম ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou)। এই চ্যানেলে মৌয়ের নাচের একাধিক ভিডিও দেখতে পাওয়া যায়। তাঁকে লোকগীতি সহ বিভিন্ন সিনেমার গানে নাচ করতে দেখা যায়। তাঁর নাচের নিপুণতার প্রশংসা দর্শকরাও করেন। সম্প্রতি এই চ্যানেলেরই এক ভিডিওতে ‘লাল গাঁদা ফুল হল গোলাপি রাতে’ গানে প্রদর্শিত মৌয়ের নাচ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করল।
ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘লাল গাঁদা ফুল হল গোলাপ রাতে’ (Lal Gaaanda Phool Holp Golapi Rate) গান। এই গানেতে খুব সুন্দরভাবে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেন মৌ (Mou)। নাচ প্রদর্শন করার সময়ে তাঁর পরণে দেখা যায় লাল রঙের একরঙা ঘাগরা চোলি ও কন্ট্রাস্টে হলুদ রঙের ওড়না।
নীল আকাশের নীচে মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে মুখমণ্ডলের মাধ্যমে অসাধারণ ভাব প্রকাশ করে দুর্দান্ত নাচ করেন মৌ। চুল পরিপাটি করে বেঁধে সেটাতে কমলা গাঁদা ফুলের গজড়া পরে, মানানসই মেকআপে ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক দিয়ে সর্ষে ক্ষেতের মাঝে অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায় মৌমিতাকে। হাতে কমলা রঙের গাঁদা ফুলের মালা ও পায়ে রূপোলি পায়েল পরিহিত অবস্থায় তাঁকে খুবই সুন্দর লাগছিল দেখতে।
এই ভিডিও ইতিমধ্যে ৩৫ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন। প্রশংসায় ভরে যেতে দেখা গিয়েছে ভিডিওর কমেন্ট বক্স। কেউ লেখেন, “অনেকদিন পর তোমার নাচ দেখে ভালো লাগল”। তো কেউ লেখেন, “এনার্জেটিক পারফরম্যান্স”। একজন মৌয়ের নাচের প্রশংসা করে লেখেন, “তুমি যেমন সুন্দর, তোমার নাচও তেমন সুন্দর”। সবমিলিয়ে ৬ মাসের মাথায় নতুন করে ভাইরাল মৌয়ের এই ভিডিও।