Viral Video: ‘লাল পাহাড়ির দেশে যা’ গানে নেচে খবরের শিরোনামে মৌয়ের নাম। তিনি ইন্টারনেটের জগতে ‘মৌ’ নামে জনপ্রিয়তা লাভ করলেও তাঁর প্রকৃত নাম মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। নিজের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকমের গানে নাচ করার ভিডিও পোস্ট করে থাকেন তিনি। সম্প্রতি তাঁর লোকগীতিতে নৃত্য পরিবেশন করার এক ভিডিওই ভাইরাল হয়ে যেতে দেখা গেল।
ভাইরাল ভিডিওটিতে (Viral Video) মৌকে (Mou Viral Video) খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় লোকগীতিতে (Bengali Folk Dance) ডান্স করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘লাল পাহাড়ির দেশে যা’ (Lal Paharir Deshe Ja) গান। এই গানেতে খুবই সুন্দর নৃত্যশৈলী অবলম্বন করে দক্ষতার সঙ্গে নাচ পরিবেশন করেন তিনি।
ভিডিওটিতে মৌমিতার পরণে দেখা যায় লাল রঙের একরঙা শাড়ি ও মানানসই ব্লাউজ। মাথার চুল খোঁপা করে সেটাতে দুটি হলুদ ফুল লাগিয়ে ‘লাল পাহাড়ির দেশে যা’ (Lal Paharir Deshe Ja Dance Video) গানে নৃত্য পরিবেশন করেন তিনি। গয়না বলতে তাঁর অঙ্গে ছিল লাল রঙের চুড়ি, মানানসই গলার হার ও ঝুলন্ত কানের দুল। এই পোশাকের সঙ্গে তিনি কোমরে কয়েনযুক্ত কোমর বন্ধনীও পরেন। এই সাজে খুবই সুন্দর লাগছিল দেখতে মৌকে। মুখে মিষ্টি হাসি নিয়ে অসাধারণ ভঙ্গিমায় নাচ করেন মৌ। পুকুরের ধারে সবুজ পরিবেশের মাঝে নাচ করে দর্শকদের মন জয় করে নিলেন তিনি।
এই ভিডিও আপলোড করা হয়েছে ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel Viral Video) থেকে। এই ভিডিও ১ বছর আগের হলেও সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠতে দেখা গেল। ভিডিওটিকে ইতিমধ্যে ১.২ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং ১.৩ হাজার মানুষ পছন্দ করেছেন।