রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: দেশাত্মবোধক গানে সবুজ পরিবেশে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: দেশাত্মবোধক গানেতে দুর্দান্ত নাচ করে দর্শকদের মুগ্ধ করে দিলেন সুন্দরী যুবতী। উক্ত ভিডিওতে একাধিক হিন্দি ভাষার দেশাত্মবোধক গান (Patriotic Song Hindi) শুনতে পাওয়া যায়। এই ম্যাশাপ গানেতেই দুর্দান্ত…

Advertisements

Viral Video: দেশাত্মবোধক গানেতে দুর্দান্ত নাচ করে দর্শকদের মুগ্ধ করে দিলেন সুন্দরী যুবতী। উক্ত ভিডিওতে একাধিক হিন্দি ভাষার দেশাত্মবোধক গান (Patriotic Song Hindi) শুনতে পাওয়া যায়। এই ম্যাশাপ গানেতেই দুর্দান্ত ভঙ্গিমায় নাচ করে দর্শকদের মন জয় করে নিলেন তিনি।

Viral Video

Advertisements

নাচের ভাইরাল ভিডিওটি (Dance Viral Video) আপলোড করা হয়েছে ‘বিশাখা অফিসিয়াল’ (Bishakha Official) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম বর্ণালী অধিকারী (Barnali Adhikari)। এই নাচের কোরিওগ্রাফি বর্ণালী নিজেই করেছেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় একাধিক দেশাত্মবোধক গানের ম্যাশাপ (Patriotic Song Mash Up)। এই ম্যাশাপে শুনতে পাওয়া যায় ‘দিল দিয়া হ্যা জান ভি দেঙ্গে’, ‘সব সে প্যারা দেশ হামারা হ্যা’, ‘ইয়ে মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া’, ‘সারে জাহান সে আচ্ছা’-এর মতো দেশাত্মবোধক গানগুলো। এই গানগুলোতেই বর্ণালীকে দক্ষতার সঙ্গে নাচ (Independence Day Dance) করতে দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral Video)।

Viral Video

এই ভিডিওতে বর্ণালীর পরণে দেখা যায় সবুজ রঙের শাড়ি ও কমলা রঙের ব্লাউজ। কোমরে বাঁধা থাকে সাদা ওড়না, হাতে সবুজ চুড়ি ও কানে ম্যাচিং দুল। এই সাধারণ সাজেই খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেন বর্ণালী। মুখে একদমই হালকা মেকআপ নিয়ে, কপালে তেরঙ্গা এঁকে খোলা আকাশের নিচে সবুজ পরিবেশের মাঝে পুকুরের ধারে অসাধারণ ভঙ্গিমায় নাচ করেন তিনি। পাশেই উড়তে থাকে ভারতের জাতীয় পতাকা। এই তেরঙ্গাকে সম্মান জানিয়েই খুবই সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করেন বর্ণালী।

এই ভিডিও মাত্র ৩ দিন আগে পোস্ট করা হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ভিউ পেয়ে গেছে। অগণিত মানুষ এই ভিডিওতে কমেন্ট করেছেন। বহু মানুষ বর্ণালীর নাচের প্রশংসা করেছেন। কেউ বলেন, “খুব ভালো হয়েছে”। তো কেউ ধন্যবাদ জানিয়ে লেখেন, “আপনার নাচের স্টেপ অনুসরণ করে ফার্স্ট হয়েছি”। সবমিলিয়ে প্রশংসা উপচে পড়তে দেখা যায় পোস্টের কমেন্ট বক্সে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements