Viral Video: ট্রেন্ডিং গানে দুর্দান্ত নেচে ভাইরাল সুন্দরী যুবতীর ভিডিও (Dance Viral Video)। ভিডিওতে তাঁকে খোলা আকাশের নিচে সর্ষে ক্ষেতের মাঝে নৃত্য প্রদর্শন করতে দেখা যায়। দৃষ্টি নন্দন পরিবেশের মাঝে দক্ষ নৃত্য শিল্পীর ভিডিও দেখে ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইয়ে দিলেন দর্শকরা। এই ভিডিওর ভিউয়ার্সের সংখ্যা মিলিয়ন পেরিয়ে গেছে। ভিডিওটি আপনি দেখেছেন নাকি?
ভাইরাল ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় জনপ্রিয় গান ‘সামি সামি’ (Saami Saami)। এই গান মুক্তি পেয়েছিল ২০২১ সালে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমার অংশ হিসাবে। এই গানের দৃশ্যে আল্লু অর্জুনের বিশেষ চলার ভঙ্গি ও ব্যক্তিত্ব এবং রশ্মিকা মন্দনা কর্তৃক পেশ হওয়া দুর্দান্ত ডান্স দর্শকদের মন জয় করে নেয়। আর মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই এই গান ট্রেন্ডিং গানের তালিকায় নাম লিখিয়ে দেয়।
সম্প্রতি এই গানেরই একটি ডান্স কভার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল। ভাইরাল ডান্স কভারটিতে এই সুন্দরী তরুণীকে নীল রঙের শাড়ি পরে হলুদ-সবুজ সর্ষে ক্ষেতের মাঝে দাঁড়িয়ে ডান্স করতে দেখা যায়। মুখে মানানসই মেকআপ করে, ঠোঁটে লাল লিপস্টিক ও হাতে একগোছা লাল চুড়ি পরে সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায় তরুণীকে। পরিপাটি করে চুল বেঁধে গজড়া লাগিয়ে দক্ষতার সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।
এই ভিডিওটি আপলোড করা হয়েছে ‘কেতকী ডান্সিং সোল’ (Kataki Dancing Soul) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ডান্সের ভিডিও হুলিয়ে শেয়ার হয়েছে। ফলস্বরূপ, প্রায় ৮.৭ মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং ৩১ হাজারের মতো মানুষ পছন্দ করেছেন।