Viral Video: আবারও ভাইরাল ‘পুষ্পা’ সিনেমার গানে ডান্স করার ভিডিও। এই সিনেমা ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমা নামে। এই সিনেমার বেশ কয়েকটি গান তখন জনপ্রিয় হয়। এর মধ্যে অন্যতম ছিল ‘ও আন্তাভা’ (Oo Antava), ‘শ্রীভাল্লি’ (Srivalli) ও ‘সামি সামি’ (Saami Saami) গান। একটা সময় এই গানগুলো এমন ট্রেন্ডিংয়ে ছিল যে, খাবার থেকে শুরু করে ভ্লগিংয়ের ভিডিও সবেতেই শোনা যাচ্ছিল।
আজকের প্রতিবেদন ‘সামি সামি’ (Saami Saami) গানকে নিয়ে। সিনেমা রিলিজ করার পরে এই গান সোশ্যাল মিডিয়ার একাধিক ভিডিওতে দেখতে পাওয়া যায়। সিনেমাটি মুক্তি পাওয়ার পরে প্রায় ২ বছর পেরিয়ে গেলেও গানটির ক্রেজ একটুও কমেনি। আজও এই গানে দীর্ঘ ভিডিও ও রিলস তৈরি হতে দেখা যায়।
সম্প্রতি ‘সামি সামি’ গানে ডান্স (Saami Saami Dance Cover) করে ভাইরাল এক রমণী। উক্ত ভাইরাল ভিডিওতে সুন্দরী রমণীকে সোনালি পাড়যুক্ত রানী রঙের শাড়ি ও মানানসই কালো রঙের ব্লাউজ পরিহিত অবস্থায় উক্ত গানটিতে দুর্দান্ত ডান্স করতে দেখা যায়। বন্ধ রুমে কালো রঙের ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে অসাধারণ ভঙ্গিমা সহকারে নৃত্য প্রদর্শন করেন তিনি। চুল খোলা রেখে খুবই সুন্দরভাবে ডান্স করেন যুবতী।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘আসাম গার্ল রিম্পি’ (Assam Girl Rimpi) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেল থেকে পোস্ট হওয়া ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার হয়েছে। প্রায় ৯৫ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং প্রায় শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।