রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: সর্ষে ক্ষেতের পাশে ‘পুষ্পা’ সিনেমার গানে দুর্দান্ত নাচ যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: পূর্বে নিজের নাচের প্রতিভা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য শিল্পীদেরকে হয় কোনো না কোনো সংস্থার অধীনে নৃত্য পেশ করতে হতো নয়তো বা অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি কোনো সিনেমায়…

Advertisements

Viral Video: পূর্বে নিজের নাচের প্রতিভা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য শিল্পীদেরকে হয় কোনো না কোনো সংস্থার অধীনে নৃত্য পেশ করতে হতো নয়তো বা অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি কোনো সিনেমায় সুযোগ পাওয়ার অপেক্ষায় বসে থাকতে হতো। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনটা করতে আর বাধ্য নন শিল্পীরা। খুব সহজেই আজকাল নৃত্য শিল্পীরা নিজেদের নাচের ভিডিও পুরো পৃথিবীর সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন।

Viral Video

Advertisements

একটা ক্লিকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার অজানা জগতে প্রবেশ করা যায়। উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক জ্ঞানের দৌলতে অনেকেই আজকাল প্রতিভা সারা বিশ্বের সামনে তুলে ধরে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছেন। এইরকম শিল্পীর সংখ্যা অগুনিতক। আজকের প্রতিবেদনে আমরা এমনই এক শিল্পীর নিয়ে কথা বলবো, যিনি বর্তমানে ইন্টারনেট সেলিব্রিটিতে পরিণত হয়েছেন।

Viral Video

এই প্রতিবেদনে কথা বলা হচ্ছে নৃত্যশিল্পী জিনাৎ পারভীনকে (Jinat Parvin) নিয়ে। সম্প্রতি তাঁর এক ভিডিও ভাইরাল হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ভিডিওটিতে জিনাৎকে কারুকার্য করা লাল রঙের জর্জেটের শাড়ি ও সবুজ রঙের ব্লাউজ পরে খোলা আকাশের নিচে সর্ষে ক্ষেতের পাশে দাঁড়িয়ে জনপ্রিয় ‘সামি সামি’ গানে ডান্স করতে দেখা গেছে। কোমর পর্যন্ত লম্বা চুলটিকে পরিপাটি করে বিনুনি করে, গলায় ও কানে মানানসই গয়না পরে ও হাতে লাল কাঁচের চুড়ি পরিহিত অবস্থায় ডান্স করতে দেখা যায় জিনাৎকে।

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘জিনাৎ পারভীন’ (Jinat Parvin) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই নাচের ভিডিও প্রায় ১৯ হাজারের মতো মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements