Viral Video: জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ করলেন নৃত্যশিল্পী বিশাখা (Bishakha Dance Viral Video)। প্রাকৃতিক পরিবেশের মাঝে দাঁড়িয়ে ‘রঙ্গবতী’ গানে নৃত্য পরিবেশন করলেন তিনি। তাঁর নাচ মন জয় করে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের। আপনি কি এই ভিডিও দেখেছেন?
বিশাখার পরণে দেখা যায় লাল রঙের তাঁতের শাড়ি ও নীল রঙের ব্লাউজ। হাতে সিলভার রঙের একগোছা মেটালিক চুড়ি পরে কোমর পর্যন্ত ঝুলে থাকা লম্বা চুলে লাল ফুলের গজড়া লাগিয়ে খুবই সুন্দরভাবে জনপ্রিয় বাংলা গানে নাচ করেন বিশাখা। তাঁর প্রত্যেকটা ভঙ্গিমা এতটাই নিখুঁত ছিল যে, দর্শকদের নজর ফেরানো দায় হয়ে পড়ে। হালকা সাজে ও গয়নায় তাঁকে খুবই সুন্দর লাগছিল দেখতে।
ভিডিওটি আপলোড করা হয়েছে বিশাখার ইউটিউব চ্যানেল ‘বিশাখা অফিসিয়াল’ (Bishakha Official) থেকে। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘গোত্র’ (Gotro) সিনেমার ‘রঙ্গবতী’ (Rangabati) গান। এই গানেতে খোলা আকাশের নিচে সর্ষে ক্ষেতের মাঝে নৃত্য পরিবেশন করেন বিশাখা। গানের তালে বদলাতে থাকা তাঁর ফেসিয়াল এক্সপ্রেশন দর্শকদের মন জয় করে নেয়। রঙ্গবতী গানটা মুক্তি পাওয়ার পরই যেমন শ্রোতাদের প্লে লিস্টে জায়গা দখল করেছিল, তেমনই এই নাচের ভিডিও প্রকাশ্যে আসার পরই দর্শকদের প্রিয় ভিডিওর তালিকায় স্থান পায়।
ভিডিওটির কমেন্ট বক্স প্রশংসায় ভরে গিয়েছে। প্রায় ১২ মিলিয়নের মতো মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং ৬০ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। কেউ ‘এক্সলেন্ট’ লিখেছেন, তো কেউ লিখেছেন “ওয়ান্ডারফুল ডান্সার”। এক নেটিজেন লেখেন, “আপু খুব সুন্দর হয়েছে”। তো আরেক নেটিজেন জানান, তিনি বিশাখার নাচ দেখে নাচ শেখেন। নেটিজেনদের মন্তব্য দেখেই বুঝতে পারা যায় যে, ভিডিওটি তাঁদের কতটা ভালো লেগেছে।