Viral Video: জনপ্রিয় ‘সামি সামি’ গানে দুর্দান্ত নেচে নেটিজেনদের তাক লাগিয়ে দিলেন যুবতী। নদীর তীরে দাঁড়িয়ে দুর্দান্ত এনার্জি সহকারে ডান্স করলেন তিনি। মুখে একগাল হাসি নিয়ে ভারতীয় পোশাকে নৃত্য প্রদর্শন করে মন জয় করে নিলেন দর্শদের। ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়ে পরিণত হয়েছে। প্রায় লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং যুবতীর নৃত্যের প্রশংসা করেছেন। আপনি দেখেছেন নাকি?
ভাইরাল ভিডিওটি শ্যুট করা হয়েছে খুবই সুন্দর এক পরিবেশে। নদীর ধারে মন্দিরের পাশে মহাদেবের সামনে নৃত্য প্রদর্শন করতে দেখা যায় যুবতীকে। দূরে দেখতে পাওয়া যায় নদী এবং সেই নদীতে থাকা ভাসমান নৌকা। সবুজ গাছে ঘেরা নদীর তীরে শাড়ি ও ব্লাউজ পরে মুখমণ্ডলে অসাধারণ ভঙ্গিমা ও দুর্দান্ত শারীরিক অঙ্গিভঙ্গি সহকারে নৃত্য প্রদর্শন করেন তরুণী।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘বিশাখা অফিসিয়াল’ (Bishakha Official) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে জানা যায় যে, ভিডিওতে দৃশ্যমান যুবতী খোদ বিশাখাই। তাঁকে এই ভিডিওতে অঙ্গে নীল শাড়ি, লাল রঙের স্লিভলেস ব্লাউজ ও সোনালি রঙের গয়না ধারণ করতে দেখা যায়। বিনুনি করা চুল কোমর পর্যন্ত ফেলে রেখে মানানসই সাজে সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise)-এর হিন্দিভাষী ‘সামি সামি’ গানে (Saami Saami Song) দুর্দান্ত নৃত্য পরিবেশন করেন বিশাখা।
ভিডিওটিকে কেন্দ্র করে প্রশংসা উপচে পড়েছে পোস্টের কমেন্ট বক্সে। এই ভিডিওটি প্রায় ১.৪৮ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এবং আড়াই হাজারের মতো মানুষ পছন্দ করেছেন।