Viral Video: তেলেগু ভাষার জনপ্রিয় গানে নৃত্য পরিবেশন করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন যুবতী। তাঁর এই নাচের ভিডিওতে সঙ্গে ছিলেন এক যুবকও। দুইজনে মিলে খোলা আকাশের নিচে জনপ্রিয় ‘সামি সামি’ গানে খুবই সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করেন। উভয়েই প্রকৃত গানের ভিডিওর নায়ক ও নায়িকার মতো হুবহু সেজে ক্যামেরার সামনে আসেন। এই ভিডিও বহু দর্শকেরই ভালো লেগেছে। ভিডিওটির কমেন্টবক্স প্রশংসায় ভরে গিয়েছে। আপনি কি এই ভিডিও দেখেছেন?
‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) ও অভিনেত্রী রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। এই সিনেমার অন্যতম জনপ্রিয় গান হল ‘সামি সামি’ (Saami Saami Song)। এই গানের ভিডিওটি একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। গানটি হিন্দি ভাষায় যেমন শোনা যায়, তেমন রয়েছে তেলেগু ভাষাতেও। সম্প্রতি এই তেলেগু ভাষার ‘সামি সামি’ গানেতেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করলেন দুই যুবক-যুবতী।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘আরকে ডিজিটাল’ (RK Digital) নামক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, দুইজনের নাম যথাক্রমে মেহরাজ সুলথানা (Meharaj Sulthana) ও অভিনব প্রসাদ (Avinaba Prasad)। এই নাচের কোরিওগ্রাফি করেছেন বন্দনা ম্যাডাম (Vandana Madam)। দুইজনের নৃত্যশৈলী ও মুখমণ্ডলের ভঙ্গিমা এত সুন্দর ছিল যে, দর্শকরা প্রশংসা না করে থাকতে পারেননি। খোলা পরিবেশে জনপ্রিয় তেলেগু গানে দুইজনে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেন।
ভিডিওটি নেটিজেনদের এতটাই ভালো লেগেছে যে, এর ভিউয়ার্সের সংখ্যা ৮৪০ হাজার পেরিয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১১ হাজার অতিক্রম করে গেছে।