রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘সামি সামি’ গানে বাড়ির ছাদে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: ভিডিওতে এনার্জেটিক নাচ পেশ করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন সুন্দরী যুবতী। বাড়ির ছাদে সাধারণ পোশাকে অপরূপ সাজে দুর্দান্ত নাচ পেশ করতে দেখা যায় তাঁকে। এই নাচ বহু দর্শকের…

Advertisements

Viral Video: ভিডিওতে এনার্জেটিক নাচ পেশ করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন সুন্দরী যুবতী। বাড়ির ছাদে সাধারণ পোশাকে অপরূপ সাজে দুর্দান্ত নাচ পেশ করতে দেখা যায় তাঁকে। এই নাচ বহু দর্শকের মন জয় করে নিয়েছে। ফলস্বরূপ, প্রশংসার বন্যা বয়ে গিয়েছে ভিডিওর কমেন্ট বক্সে। এই ভাইরাল ভিডিওটি কি আপনি দেখেছেন?

Viral Video

Advertisements

ভিডিওটি আপলোড করা হয়েছে রায়শ্রী (Raisree) নামক এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর আইডি থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতী স্বয়ং রায়শ্রীই। এই ভিডিওতে রায়শ্রীকে আলপনা আঁকা ফুল লেন্থ স্কার্ট ও কালো রঙের ব্রালেট ব্লাউজ পরিহিত অবস্থায় জনপ্রিয় গান ‘সামি সামি’ (Saami Saami)-তে ডান্স করতে দেখা যায়।

Viral Video

মিড লেন্থের চুল খোলা রেখে মুখে হালকা মেকআপ দিয়ে দুর্দান্ত এনার্জি সহকারে ‘সামি সামি’ গানে ডান্স করেন সায়শ্রী। কানে রূপোলি রঙের অক্সিডাইজ দুল ও হাতে কালো রঙের চুড়ি পরিহিত অবস্থায় মুখমণ্ডলে অসাধারণ ভঙ্গিমা প্রদর্শন করে নৃত্য পরিবেশন করেন সায়শ্রী।

 

View this post on Instagram

 

A post shared by Raisree Dutta (@raisree_19)

ভিডিওটিকে কেন্দ্র করে লাভ ইমোজি সমন্বিত প্রশংসায় উপচে পড়তে দেখা যায় পোস্টের কমেন্ট বক্স। কেউ মন্তব্য করেন, “অসাধারণ'”। তো কেউ বলেন, “সুপার্ব”। এক নেটিজেন প্রশংসার সুরে মন্তব্যের সঙ্গে আগুন ইমোজি জুড়ে দিয়ে লেখেন, “ডান্সটা দারুণ”। তো আরেক নেটিজেন লেখেন, “জোরদার ডান্স”। এক নেটিজেন তো বলেই ফেললেন যে, রায়শ্রীর ডান্স মুভ অরিজিনাল ডান্সকেও হার মানিয়ে দিয়েছে”। ভিডিওটিতে প্রায় ৩৪ হাজার ৮১৩ মানুষ লাইক দিয়েছেন। সবমিলিয়ে নেটিজেনদের ভালোবাসার মোড়কে সায়শ্রীর নাচের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements