Viral Video: জেসি’স ওয়ার্ল্ড (JC’s World) নামক ইউটিউব চ্যানেলের তরফে পোস্ট হওয়া এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেল। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে লেহেঙ্গা চোলি পরে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। দাবি করা হয়েছে ভিডিওতে দৃশ্যমান নৃত্যশিল্পীর নাম জয়ন্তী চক্রবর্তী (Jayanti Chakroborty)। ট্রেন্ডিং ‘সামি সামি’ (Saami Saami) গানে তাঁর চোখের ও মুখের দুর্দান্ত এক্সপ্রেশন ভক্তদের মন জয় করে নিয়েছে।
ভিডিওটিতে শুধুমাত্র নৃত্যশিল্পী জয়ন্তী চক্রবর্তীকেই দেখা যায়। নীলাভ আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশের মাঝে অতুলনীয় ভঙ্গিমা সহকারে নৃত্য প্রদর্শন করতে দেখা যায় তাঁকে। পরণে তাঁর দেখা যায় সাদা রঙের ঘাগরা, লাল রঙের স্লিভযুক্ত ব্লাউজ ও সবুজ রঙের ওড়না। কানে মানানসই গয়না ও হাতে লাল রঙের কাঁচের চুড়ি ছাড়া তাঁর অঙ্গে তেমন কোনো গয়না দেখা যায়নি।
চুলের উপর দিক পরিপাটি করে বেঁধে পাহাড়ের গা বেয়ে পড়ে যাওয়া জলপ্রপাতের মতো তাঁর পিঠে পড়ে থাকতে দেখা যায় কোমর পেরিয়ে যাওয়া সিল্কি স্ট্রেট চুল এবং সেই চুলের মাঝ বরাবর দেখা যায় ছোট ছোট সাদা ফুলের গজড়া। মুখে মানানসই মেকআপ ও ঠোঁটে টুকটুকে রঙের লিপস্টিক পরিহিত অবস্থায় জয়ন্তীকে হিন্দি ‘সামি সামি’ (Saami Saami) গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।
জয়ন্তীর নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা। কমেন্ট বক্সে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় দর্শকদের। এক নেটিজেন কমেন্ট করেন, “আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স”। ভিডিও দেখে অপর নেটিজেনের মন্তব্য, “দারুণ হয়েছে”। এই ভিডিও প্রায় ১৩ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ১.১৬ লক্ষের মতো মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন।