Viral Video: জনপ্রিয় তেলেগু গান ‘সামি সামি’তে নাচ করে সোশ্যাল মিডিয়া তোলপাড় করলেন সুন্দরী যুবতী। সবুজ শাড়িতে ভিডিওতে ধরা দিয়ে অতুলনীয় এনার্জেটিক ডান্স করে দর্শকদের অবাক করে দিলেন তরুণী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই দর্শকদের নজর কাড়ে। ফলস্বরূপ, ঝড়ের গতিতে এই ভিডিও শেয়ার হয় এবং ভাইরাল ভিডিওর তকমা পায়।
‘সামি সামি’ গানের তেলেগু ভার্সনটি গেয়েছেন গায়িকা মৌনিকা যাদব (Mounila Yadav)। তাঁর গানটি দেশজুড়ে সিনেমার সঙ্গে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করে। ভাষা না জানলেও ভারতের কোণায় কোণায় শোনা যায় ‘সামি সামি’র তেলেগু গান। পরে এই গানের হিন্দি ভার্সন বেরোলে সেটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। হিন্দি ভাষায় এই গানটি কণ্ঠে ধরেন গায়িকা সুনিধী চৌহান (Sunidhi Chauhan)। ‘পুষ্পা’ সিনেমার এই গান হিন্দি ও তেলেগু উভয় ভাষাতেই নৃত্যশিল্পীদের ডান্স কভারে স্থান পায়।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় তেলেগু ভাষার ‘সামি সামি’ গান। এই গানে এক সুন্দরী যুবতীকে বন্ধ ঘরে সবুজ রঙের শাড়ি পরে অসাধারণ ভঙ্গিমা সহকারে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ভিডিওতে যুবতীর পরণে দেখা যায় সবুজ রঙের জর্জেটের শাড়ি ও ম্যাচিং রঙের স্লিভলেস ব্লাউজ। ওয়েভি হেয়ার হাওয়ায় দুলিয়ে অসাধারণ এনার্জি সহকারে নাচ করেন যুবতী। তাঁর কোমরের ঠুমকায় রীতিমতো ঘায়েল হন বহু দর্শকরা।
এই ভিডিওটি আপলোড করা হয়েছে ‘পূজা রেড্ডি’ (Pooja Reddy) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে। এই ভিডিওর কমেন্ট বক্সে শত শত মানুষ মন্তব্য করেছেন এবং ৪১ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন।