Viral Video: ইন্টারনেট সেনসেশন মৌ ওরফে মৌমিতা বিশ্বাসের (Moumita Biswas) নাম কে না চেনেন! নৃত্যশিল্পী মৌয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটির নাম ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou)। এই চ্যানেলে মৌয়ের নাচের একাধিক ভিডিও দেখতে পাওয়া যায়। তাঁকে লোকগীতি সহ বিভিন্ন সিনেমার গানে নাচ করতে দেখা যায়। তাঁর নাচের নিপুণতার প্রশংসা দর্শকরাও করেন। সম্প্রতি এই চ্যানেলেরই এক ভিডিওতে ‘টাপা টিনি’ গানে প্রদর্শিত মৌয়ের নাচ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করল।
ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘টাপা টিনি’ (Tapa Tini Song) গান। এই গানেতে খুব সুন্দরভাবে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেন মৌ (Mou)। নাচ প্রদর্শন করার সময়ে তাঁর পরণে দেখা যায় লাল রঙের পাড়যুক্ত মেরুন রঙের প্রিন্টেড শাড়ি ও ম্যাচিং মেরুন রঙের স্লিভলেস ব্লাউজ।
নীল আকাশের নীচে সবুজ ক্ষেতের পাশে মুখমণ্ডলের মাধ্যমে অসাধারণ ভাব প্রকাশ করে দুর্দান্ত নাচ করেন মৌ। চুল খোঁপা করে তাতে সবুজ পাতা ও ফুল গুঁজে, গলায় ও কানে অক্সিডাইজ গয়না পরে মনোরম পরিবেশের মাঝে মুখে মিষ্টি হাসি নিয়ে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায় মৌমিতাকে। হাতে লাল রঙের একগোছা চুড়ি ও পায়ে রূপোলি পায়েল পরিহিত অবস্থায় তাঁকে খুবই সুন্দর লাগছিল দেখতে।
এই ভিডিও ইতিমধ্যে ৮৯ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং হাজার হাজার মানুষ পছন্দ করেছেন। প্রশংসায় ভরে যেতে দেখা গিয়েছে ভিডিওর কমেন্ট বক্স। কেউ লেখেন, “সুন্দর প্রকৃতির মাঝে তোমার নাচ খুব সুন্দর লাগল”। তো কেউ লেখেন, “দারুণ নেচেছো, খুব ভালো লাগলো”। একজন মৌয়ের নাচের প্রশংসা করে লেখেন, “কোরিওগ্রাফি, কস্টিউম ও ব্যাকগ্রাউন্ড সবই খুব ভালো। অসাধারণ”। সবমিলিয়ে ১ বছরের মাথায় নতুন করে ভাইরাল মৌয়ের এই ভিডিও।