Viral Video: ‘টিপটিপ বর্ষা পানি’ (Tiptip Barsa Pani) গানে হলুদ শাড়িতে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন যুবতী। খোলা আকাশে রাতের অন্ধকারে বাড়ির ছাদে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা গেল যুবতীকে। এই ভিডিও বহু নেটিজেনের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই যুবতীর নাচের দক্ষতার প্রেমে পড়ে গেছেন। নেটিজেনদের প্রতিক্রিয়ার জেরে এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Video) হয়ে গেছে। আপনি কি এই ভিডিও দেখেছেন?
ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় জনপ্রিয় ‘টিপটিপ বর্ষা পানি’ (Tip Tip Barsa Pani) গান। এই গানটি মূলত ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মহ্রা’ (Mohra) সিনেমার অংশ। গানটি গেয়েছিলেন গায়িকা অলকা ইয়াগনিক (Alka Yagnik) ও উদিত নারায়ণ (Udit Narayan)। সিনেমায় এই গানে অভিনেত্রী রবিনা টন্ডন (Rabina Tandan) ও অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar) অভিনয় করতে দেখা যায়। গানেতে রবিনার দুর্দান্ত আবেদনময়ী মুভস ঘুম উড়িয়ে রেখে দেয় পুরুষ ভক্তদের।
এইবারে এই গানেই এক সুন্দরী যুবতী আবেদনময়ী ভঙ্গিমায় নাচ করে দৃষ্টি আকর্ষণ করলেন দর্শকদের। ভিডিওতে তাঁর পরণে দেখা যায় হলুদ রঙের একরঙা শিফন শাড়ি ও বাটারফ্লাই স্লিভের ম্যাচিং ব্লাউজ। কোমর পর্যন্ত গড়িয়ে থাকা লম্বা ভিজে চুল হাওয়ায় দুলিয়ে বৃষ্টিতে ভিজে আবেদনময়ী অঙ্গিভঙ্গিতে নাচ করেন যুবতী। ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে চোখ পাতলে দেখা যায় ভিডিওতে দৃশ্যমান যুবতীর নাম হল পৌলুমি রায় (Poulomi Roy)। পৌলমীর নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘এক্সপ্রেশন উইথ পৌলমী’ (Expression With Poulumi) নামক ইউটিউব চ্যানেল থেকে। প্রায় ১.৫ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং ১১ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন।