Viral Video: ‘টিপটিপ বর্ষা পানি’ (Tiptip Barsha Pani) গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন যুবতী। খোলা আকাশে বৃষ্টিভেজা দিনে বাড়ির ছাদে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা গেল যুবতীকে। এই ভিডিও বহু নেটিজেনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অনেকেই যুবতীর নাচের দক্ষতার প্রেমে পড়ে গেছেন। নেটিজেনদের প্রতিক্রিয়ার জেরে এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Video) হয়ে গেছে। আপনি কি এই ভিডিও দেখেছেন?
ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় জনপ্রিয় ‘টিপটিপ বর্ষা পানি’ (Tip Tip Barsha Pani) গান। এই গানটি মূলত ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মহ্রা’ (Mohra) সিনেমার অংশ। গানটি গেয়েছিলেন গায়িকা অলকা ইয়াগনিক (Alka Yagnik) ও উদিত নারায়ণ (Udit Narayan)। সিনেমায় এই গানে অভিনেত্রী রবিনা টন্ডন (Rabina Tandan) ও অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar) অভিনয় করতে দেখা যায়। গানেতে রবিনার দুর্দান্ত আবেদনময়ী মুভস ঘুম উড়িয়ে রেখে দেয় পুরুষ ভক্তদের।
এইবারে এই গানেই এক সুন্দরী যুবতী অসাধারণ ভঙ্গিনায় বেলি ড্যান্স করে দৃষ্টি আকর্ষণ করলেন দর্শকদের। ভিডিওতে তাঁর পরণে দেখা যায় কালো শর্ট লেগিন্স ও সাদা রঙের ব্রালেট ব্লাউজ। শর্টসের উপরে সাদা ও গোলাপি রঙের ওড়না জড়িয়ে খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে শরীরি হিল্লোল প্রদর্শন করেন তিনি। ভিডিওটি ভালো করে দেখলে বোঝা যায়, বৃষ্টিতে ভিজেই বেলি ড্যান্স করেন যুবতী। ভেজা চুল হাওয়ায় দুলিয়ে আবেদনময়ী অঙ্গভঙ্গিতে ‘টিপটিপ বর্ষা পানি’ গানে নাচ করে দর্শকদের মন জয় করে নেন তিনি।
View this post on Instagram
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘জায়েশা'(Zayessha) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে। এই ভিডিও ইতিমধ্যে বহু মানুষ দেখে ফেলেছেন এবং হাজার হাজার মানুষ পছন্দ করেছেন। ভিডিওর কমেন্ট বক্স আগুনের ইমোজিতে ভরে গিয়েছে। সবমিলিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিও।