Viral Video: ‘পুষ্পা’ (Pushpa) সিনেমার জনপ্রিয় গানে নেচে দর্শকদের তাক লাগিয়ে দিলেন সুন্দরী যুবতী। কালো ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় সাজে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করলেন তিনি। তাঁর নাচের প্রশংসায় ভরে গেছে পোস্টের কমেন্ট বক্স। তাঁর সৌন্দর্য্য ও নাচের দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা। আপনি কি এই ভিডিও দেখেছেন?
ভাইরাল ভিডিওতে শোনা গেছে সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise)-এর ‘সামি সামি’ (Saami Saami) গান। এই গানে কালো অন্ধকার ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে কারুকার্য করা লাল পাড় বিশিষ্ট বটল গ্রীন রঙের জর্জেটের শাড়ি পরে অসাধারণ ভঙ্গিমা সহকারে দুর্দান্ত নাচ করতে দেখা যায় যুবতীকে।
ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে ‘নাগমা মিরাজকার’ (Nagma Mirjakar) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতী স্বয়ং নাগমাই। নাগমার অসাধারণ নাচ মন জয় করে নিয়েছে দর্শকদের। ভিডিওটিতে নাগমাকে সবুজ রঙের শাড়ির সঙ্গে মানানসই মেকআপ ও বিনুনি করা চুলে গজড়া পরিহিত অবস্থায় দক্ষতা ও নিপুণতার সঙ্গে নাচ করতে দেখা যায়।
এই ভিডিওটির কমেন্ট বক্স প্রশংসায় উপচে পড়তে দেখা গেছে। কেউ লেখেন “অসাধারণ”, তো কেউ লেখেন, “কোনো তুলনা হয় না”। এক নেটিজেন লেখেন, “আমি এই গানে বহু ভিডিও দেখেছি, কিন্তু তোমার মত নাচ কারো দেখিনি”। অপর এক নেটিজেন লেখেন, “আমি এযাবৎ যত ডান্স কভার দেখেছি, এটা সবেচেয়ে সুন্দর”। একজন তো বলেই বসলেন, “দীর্ঘদিন পর শুধুমাত্র তোমার নাচে আমি নিপুণতা দেখতে পেলাম”। উল্লেখ্য, এই রিল ভিডিওতে প্রায় দেড় হাজারের মতো মানুষ মন্তব্য করেছেন এবং ৫.৩৬ লক্ষ মানুষ ভিডিওটিকে পছন্দ করেছে।