রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘পুষ্পা’ মুভির গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: সোশ্যাল মিডিয়া যেন গভীর সমুদ্রের মতো। একে বিপুল পরিমাণ কন্টেন্টের ভাণ্ডার বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়ার পাতায় মনোরঞ্জনের জন্য যত মাইলই মানুষ হাঁটুক কম পড়ে না। স্ক্রল করতে…

Advertisements

Viral Video: সোশ্যাল মিডিয়া যেন গভীর সমুদ্রের মতো। একে বিপুল পরিমাণ কন্টেন্টের ভাণ্ডার বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়ার পাতায় মনোরঞ্জনের জন্য যত মাইলই মানুষ হাঁটুক কম পড়ে না। স্ক্রল করতে করতে হয়তো মানুষের আঙুল ব্যথা হয়ে যেতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার (Social Media) সীমাহীন পথ আর শেষ হয় না। সোশ্যাল মিডিয়ার সূত্রপাত মনোরঞ্জন প্রদানের উদ্দেশ্যে ঘটলেও, আজ তা অর্থ উপার্জনের মাধ্যমেও পরিণত হয়েছে। এই মাধ্যমের হাত ধরে বর্তমানে প্রতিভার প্রচার ঘটানোও সম্ভব হয়েছে। কোনো ক্ষেত্রে তো বহু কন্টেন্ট ক্রিয়েটর ইন্টারনেট সেলিব্রিটিতেও পরিণত হয়েছেন।

Viral Video

Advertisements

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদেরকে মনোরঞ্জন প্রদানের জন্য অসংখ্য ভিডিও রয়েছে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়ার এক ভিডিওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মুখে চর্চার বিষয়ে পরিণত হতে দেখা গেল। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে বদ্ধ ঘরের মধ্যে দক্ষিণী সিনেমার হিন্দি ভার্সন গানে নৃত্য পরিবেশন করতে দেখা হল।

Viral Video

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘আকাংশা গাইকওয়াদ’ (Aakansha Gaikwad) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেল থেকে আপলোড হওয়া ভিডিওতে দেখা যায়, এক সুন্দরী সুবতী সোনালি রঙের পাড় বিশিষ্ট কমলা রঙের শাড়ি ও ম্যাচিং সবুজ রঙের ব্লাউজ পরিহিত অবস্থায় ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমার ‘সামি সামি’ (Saami Saami) গানে নৃত্য প্রদর্শন করছেন। ভিডিওর মাঝে তাঁকে অভিনেত্রী রশ্মিকা মন্দনার (Rashmika Madanna) হুক স্টেপও ফলো করতে দেখা যায়।

দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতী খোদ আকাংশাই। এই ভিডিওতে আকাংশার মিষ্টি হাসি মন জয় করে নেয় দর্শকদের। চুল পরিপাটি করে বেঁধে মানানসই মেকআপে হালকা গয়না পরিহিত অবস্থায় খুবই সুন্দরভাবে নৃত্য প্রতিস্থাপন করেন আকাংশা। এই ভিডিও ১ মিলিয়ন ভিউ এবং ৮.৬ হাজার লাইক পেয়ে গেছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements