রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘পুষ্পা’ মুভির গানে সমুদ্রপাড়ে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে নানান রকমের ভিডিও থাকে। হাসির ভিডিও, দুঃখের ভিডিও, জ্ঞানমূলক ভিডিও প্রভৃতি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়ই। এইসবের…

Advertisements

Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে নানান রকমের ভিডিও থাকে। হাসির ভিডিও, দুঃখের ভিডিও, জ্ঞানমূলক ভিডিও প্রভৃতি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়ই। এইসবের মাঝে প্রতিভামূলক ভিডিও ভালোই দেখা যায়। সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীরা সোশ্যাল মিডিয়ার দৌলতে নিজেদের প্রতিভা পুরো বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন।

Viral Video

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো কোনো কোনো ভিডিও আবার ভাইরালও হয়ে যেতে দেখা যায়। সম্প্রতি এক সুন্দরী যুবতীর ডান্স কভারের ভিডিও চর্চায় থাকতে দেখা গিয়েছে। উক্ত ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে জনপ্রিয় হিন্দি গানে নাচ করতে দেখা যায়। সমূদ্রের জলোচ্ছাসের তালে পা মিলিয়ে নৌকার পাশে দাঁড়িয়ে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেন যুবতী। সৈকতের সৌন্দর্যকে ছাপিয়ে যায় তাঁর নৃত্য ভঙ্গিমার নিপুণতা।

Viral Video

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘সিঙ্গার মেঘা’ (Singer Megha) নামক এক ফেসবুক পেজ থেকে। এই ভিডিওতে দৃশ্যমান যুবতীর পরণে দেখা যায় সোনালি পাড়যুক্ত কমলা রঙের শাড়ি ও সবুজ রঙের ব্লাউজ। কানে সুন্দর একখানি দুল এবং হাতে সোনালি রঙের চুড়ি পরে তরুণীকে খুবই মিষ্টি লাগছিল দেখতে। মাথার চুল পরিপাটি করে বেঁধে গজড়া জড়িয়ে ‘সামি সামি’ গানে দুর্দান্ত নাচ করেন যুবতী। নাচের সময়ে তাঁকে ভাইরাল ডান্স স্টেপও অনুকরণ করতে দেখা যায়।

দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতী স্বয়ং মেঘাই। এই ভিডিওটি খুব পছন্দ হয়েছে দর্শকদের। বহু নেটিজেন মেঘার নৃত্যের প্রশংসা করেছেন পোস্টের কমেন্ট বক্সে। কেউ ‘অসাধারণ’ লিখেছেন, তো কেউ ‘ফ্যান্টাস্টিক’ মন্তব্য করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements