Viral Video: ‘সামি সামি’ (Saami Saami) গানের ক্রেজ এখনও অক্ষত। ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমা মুক্তি পাওয়ার পরে আরও শত শত গান বেরিয়েছে। কিন্তু এই গানের জনপ্রিয়তাকে আজও কেউ তেমনভাবে টেক্কা দিতে পারেনি। ভারতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরো দেশ জুড়েই এই গান জনপ্রিয় হতে দেখা গিয়েছে।
সম্প্রতি এই জনপ্রিয় গানে একটি ডান্স কভার ভাইরাল হতে দেখা গেল। এই ডান্স কভারটি আপলোড করা হয়েছে একটি ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেলটির নাম হল ‘শ্রীজা বিশ্বাস’ (Srija Biswas)। চ্যানেল থেকে আপলোড করা এই ভিডিওতে এক সুন্দরী যুবতীকে বাড়ির ছাদে খুবই সুন্দরভাবে ‘সামি সামি’ গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ভিডিওতে দৃশ্যমান যুবতী খোদ শ্রীজাই। শ্রীজার এই নাচের ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা।
এই ভাইরাল ভিডিওটি মূলত ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস হল স্বল্প দৈর্ঘ্যের ভিডিও। এই ভিডিওতে শ্রীজাকে বটল গ্রীন রঙের একরঙা শাড়ি ও কন্ট্রাস্টে লাল রঙের একরঙা ব্লাউজ পরে চুল পরিপাটি করে বেঁধে অসাধারণ ভঙ্গিমা সহকারে ডান্স করতে দেখা যায়। কোমর পর্যন্ত লম্বা চুল খোলা রেখে দক্ষতার সঙ্গে নৃত্য প্রদর্শন করেন তিনি। শ্রীজাকে এই ভিডিওতে খুবই সুন্দর লাগে দেখতে।
তাঁর শরীরে গয়না বলতে ছিল শুধুমাত্র একজোড়া কানের ঝুমকো। কপালে লাল টিপ ও ঠোঁটে লাল লিপস্টিক পরিহিত অবস্থায় শ্রীজাকে দেখতে খুবই মিষ্টি লাগছিল। ভিডিওতে বেশ দূরে দেখতে পাওয়া যায় সারি সারি নারকেল গাছ ও তালগাছ এবং ছাদের ধারে দেখতে পাওয়া যায় হলুদ ও কমলা রঙের গাঁদা ফুলের টব। খোলা আকাশের নিচে ছাদে ফুলের সামনে দাঁড়িয়ে নিপুণভাবে নৃত্য পরিবেশন করেন শ্রীজা। শ্রীজার নাচ দর্শকদের মন জয় করে নিয়েছে।