Viral Video: আবারও ‘সামি সামি’ গানে ভাইরাল হতে দেখা গেল ডান্স কভার (Saami Saami Dance Cover)। অসাধারণ ভঙ্গিমায় সুন্দরী যুবতীর নাচ থেকে নজর ফেরাতে পারেননি দর্শকরা। ভিডিওর কমেন্ট বক্স প্রশংসায় উপচে পড়তে শুরু করেছে। এই ভিডিওটি আপনি দেখেছেন নাকি?
ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে ‘ডামিথ্রি সুবাসিংঘে’ (Damithri Subasinghe) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচে ধান ক্ষেতের মাঝে জনপ্রিয় হিন্দি গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। চ্যানেলের তরফে পেশ করা তথ্য থেকে জানা যায়, ভিডিওতে দৃশ্যমান যুবতী স্বয়ং ডামিথ্রিই। ভিডিওটিতে ডামিথ্রির সঙ্গ দিতে অন্যান্যদেরও হাজির থাকতে দেখা যায়। কখনও এক যুবককে, আবার কখনও একদল যুবতীকে ডামিথ্রির সঙ্গে নাচ করতে দেখা যায়।
ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘পুষ্পা’ সিনেমার ‘সামি সামি’ গান (Saami Saami Song) এবং এই গানেতেই ডামিথ্রি উজ্জ্বল রঙের শাড়ি-ব্লাউজ পরে নৃত্য পরিবেশন করেন। তাঁর পরণে দেখা যায় কমলা-হলুদ রঙের শাড়ি এবং লাল রঙে বেনারসি কাপড়ের ব্লাউজ। এই পোশাকে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেন ডামিথ্রি। তাঁর মুখমণ্ডলের অসাধারণ অঙ্গিভঙ্গি দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের। গয়না বলতে তাঁর পরণে থাকে শুধুমাত্র সোনালি রঙের একটি কানের দুল। হাঁটুর নীচে ঝুলতে থাকা বিনুনি করা বাঁধা চুলে গজড়া পরে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেন ডামিথ্রি।
ভিডিওটি নেটিজেনদের খুব ভালো লেগেছে। প্রায় ৪৭৮ হাজারের মতো মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন এবং ১৪ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন।