রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: সবুজ পরিবেশের মাঝে ‘কাভালা’ গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: 'কাভালা' গানে নাচ করায় ভাইরাল হল সুন্দরী যুবতীর নাচের ভিডিও (Dance Viral Video)। চোখে চশমা দিয়ে শাড়ি পরে রজনীকান্তের সিনেমার ট্রেন্ডিং গানে দুর্দান্ত ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেন তরুণী।…

Advertisements

Viral Video: ‘কাভালা’ গানে নাচ করায় ভাইরাল হল সুন্দরী যুবতীর নাচের ভিডিও (Dance Viral Video)। চোখে চশমা দিয়ে শাড়ি পরে রজনীকান্তের সিনেমার ট্রেন্ডিং গানে দুর্দান্ত ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেন তরুণী। এই ভিডিও বহু মানুষ দেখে ফেলেছেন। আপনি দেখেছেন কি?

Viral Video

Advertisements

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘অঙ্কিতা প্রামাণিক অফিসিয়াল’ (Ankita Pramanik Official) নামক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম অঙ্কিতা প্রামাণিক (Ankita Pramanik Viral Video)। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে ‘জেলার’ (Jailer) সিনেমার তামিলভাষী জনপ্রিয় গানে অসাধারণ ভঙ্গিমায় নাচ করতে দেখা যায় তাঁকে।

Viral Video

ভাইরাল ভিডিওটিতে দেখা যায় অঙ্কিতা শাড়ি পরে রাস্তার মাঝে দাঁড়িয়ে জনপ্রিয় ‘কাভালা’ (Kaavaalaa) গানে নাচ করছেন। অঙ্কিতার পরণে দেখা যায় সোনালি রঙের সুতোর কারুকার্য করা সবুজ রঙের পাড় বিশিষ্ট মেজেন্টা রঙের শাড়ি ও সবুজ রঙের ব্লাউজ। ‘কাস্তা নাউভরি’ (Kashtara Nauvari) তথা মারাঠি ড্রেপিং স্টাইলে শাড়ি পরে দক্ষতার সঙ্গে নাচ করেন অঙ্কিতা (Ankita Dance Video)। চুল বিনুনি করে ফুলের মালা জড়িয়ে চোখে চশমা দিয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে খোলা রাস্তার মাঝে দাঁড়িয়ে নৃত্য প্রদর্শন করেন তিনি। পায়ে সাদা জুতো ও হাতে চুড়ি পরে একটু অন্যরকমের সাজে নাচ করেন অঙ্কিতা।

এই ভিডিওটি আপলোড হওয়ার মাত্র ৪ দিনের মধ্যেই হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন। অসংখ্য মানুষ মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। কেউ ‘অসাধারণ’ লিখেছে, তো কেউ লিখেছে ‘ফাটাফাটি’। কেউ আবার অঙ্কিতার বিশেষ লুকেরও প্রশংসা করেছেন। অনেকেই লাল রঙের লাভ ইমোজি দিয়ে ‘ভবিষ্যতের নায়িকা’ ও ‘সুন্দরী’ বলেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements