Viral Video: আবারও ‘সামি সামি’ গানে ভাইরাল সুন্দরী যুবতীর নাচের ভিডিও। লাল শাড়িতে জনপ্রিয় হিন্দি গানে ডান্স করে সবাইকে তাক লাগিয়ে দিলেন যুবতী। তরুণীর সৌন্দর্য্য ও নৃত্যে নিপুণতার সাক্ষী হয়ে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা। আপনি কি এই ভিডিও দেখেছেন?
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘ডান্সডিকটিভ দুর্বা’ (DanceDictive Durba) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে জানা যায়, ভিডিওতে দৃশ্যমান সুন্দরী যুবতীর নাম দুর্বা দে (Durba Dey)। সেই বিবরণী থেকে এও জানা যায় যে, নাচের কোরিওগ্রাফি দুর্বা নিজেই করেছেন। দুর্বার নাচের দক্ষতা মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
এই ভিডিওতে দুর্বাকে লাল আলতা রঙের শাড়ি ও সবুজ রঙের ফুলস্লিভ ব্লাউজ পরিহিত অবস্থায় খোলা আকাশের নীচে ছাদের উপর গাছের সামনে দাঁড়িয়ে সুনিধী চৌহানের (Sunidhi Chauhan) ‘সামি সামি’ গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। মুখে মানানসই মেকআপ, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক পরিহিত অবস্থায় মিড লেন্থের সিল্কি স্ট্রেট চুল খোলা রেখে এনার্জেটিক ডান্স পারফর্ম করেন দুর্বা। শরীরে গয়না বলতে ছিল হাতে লাল চুড়ি ও কানে সোনালি রঙের দুল। ডান্সের ভিডিওটিতে দুর্বাকে দেখতে এতই সুন্দর লাগছিল যে, নজর ফেরানো দায় হয়ে পড়ে নেটিজেনদের।
ভিডিওটির কমেন্ট বক্স উপচে পড়েছে প্রশংসায়। এক নেটিজেন লেখেন, “ওয়ান্ডারফুল, খুবই এনার্জেটিক”। তো আরেক নেটিজেন লেখেন, “আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স”। এক নেটিজেন আবার দাবি করেন দুর্বার নাচ অরিজিনাল ‘সামি সামি’ গানের থেকেও সুন্দর হয়েছে। উক্ত নেটিজেন বলেন, “তোমার কাছ থেকে এইরকম আরও ভিডিওর আশা করছি। তোমার নাচ অরিজিনালের থেকেও ভালো হয়েছে”। এই কমেন্ট বক্সে এক ব্যক্তি নিজেকে বাংলাদেশী দাবি করে লেখেন, “দিদি অনেক ভালো লাগল, দারুণ হয়েছে। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল বাংলাদেশের এই ভক্ত অনুরাগী ভাইয়ের পক্ষ থেকে”। ৯৭ হাজার ভিউ ও ৮ হাজারের মতো লাইক নিয়ে ভাইরাল হয়ে গেছে দুর্বার নাচের এই ভিডিও (Durba Dey Dance Video)।