রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘টিপ টিপ বর্ষা পানি’, বৃষ্টিতে ভিজে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: 'টিপ টিপ বর্ষা পানি' গানে নেচে ফের ভাইরাল শ্রীতমার নাম। ইন্টারনেটের জগতে তিনি নৃত্যশিল্পী শ্রীতমা বৈদ্য (Sreetama Baidya) হিসাবে জনপ্রিয়তা লাভ করেছেন। নিজের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকমের…

Advertisements

Viral Video: ‘টিপ টিপ বর্ষা পানি’ গানে নেচে ফের ভাইরাল শ্রীতমার নাম। ইন্টারনেটের জগতে তিনি নৃত্যশিল্পী শ্রীতমা বৈদ্য (Sreetama Baidya) হিসাবে জনপ্রিয়তা লাভ করেছেন। নিজের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকমের গানে নাচ করার ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি তাঁর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিন্দি গানে নৃত্য পরিবেশন করার এক ভিডিওই ভাইরাল হয়ে যেতে দেখা গেল।

Viral Video

Advertisements

ভাইরাল ভিডিওটিতে (Viral Video) শ্রীতমাকে (Sreetama Viral Video) খোলা আকাশের নিচে কখনও বাড়ির বারান্দায়, আবার কখনও বাড়ির প্রধান দরজার কাছে জনপ্রিয় হিন্দি গানে ডান্স করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘টিপটিপ বর্ষা পানি’ (Tip Tip Barsha Pani) গান। এই গানেতে খুবই সুন্দরভাবে আবেদনময়ী অঙ্গভঙ্গি প্রদর্শন করে দক্ষতার সঙ্গে নাচ পরিবেশন করেন শ্রীতমা।

Viral Video

ভিডিওটিতে শ্রীতমার পরণে দেখা যায় হালকা খয়েরি রঙের একরঙা শাড়ি ও মানানসই ডার্ক টোনের ব্লাউজ। কোমর গড়িয়ে চলে যাওয়া মাথার ভিজে চুল হাওয়ায় দুলিয়ে ‘টিপটিপ বর্ষা পানি’ (Tip tip Barsha Pani) গানে নৃত্য পরিবেশন করেন তিনি। গয়না বলতে তাঁর অঙ্গে ছিল ম্যাচিং রঙের চুড়ি ও হালকা কানের দুল। বৃষ্টিতে ভিজেও নিজের সাজ ঠিক রেখে গ্রেসফুলি ডান্স করেন তিনি। ভাইরাল ভিডিওতে অসাধারণ ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে নাচ করেন শ্রীতমা। দুর্দান্ত ভঙ্গিমায় নাচ করে দর্শকদের মন জয় করে নেন তিনি।

এই ভিডিও আপলোড করা হয়েছে ‘শ্রীতমা বৈদ্য’ (Sreetama Baidya) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel Viral Video) থেকে। ভিডিওটি ৩ বছর আগের হলেও সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠতে দেখা গেল। ভিডিওটি ইতিমধ্যে ৫.১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ৬.৬ হাজার মানুষ পছন্দ করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements