রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: হুবহু মানুষের মতন ইংরেজিতে কথা বলে তাক লাগাল টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: সম্প্রতি একটি টিয়াপাখির ভিডিও ভাইরাল (Parrot Viral Video) হয়েছে। ভিডিওটিতে টিয়াপাখিটিকে একদম মানুষের মতো কথা বলতে দেখা যায় (Talking Parrot Video)। টিয়াপাখিটির কথা বলার দক্ষতা দেখে দর্শকরা অবাক…

Advertisements

Viral Video: সম্প্রতি একটি টিয়াপাখির ভিডিও ভাইরাল (Parrot Viral Video) হয়েছে। ভিডিওটিতে টিয়াপাখিটিকে একদম মানুষের মতো কথা বলতে দেখা যায় (Talking Parrot Video)। টিয়াপাখিটির কথা বলার দক্ষতা দেখে দর্শকরা অবাক হওয়ার পাশাপাশি তার রূপ দেখে মুগ্ধও হয়ে গেছেন। এই ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি কি আপনি দেখেছেন?

Viral Video

Advertisements

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ভয়েস অফ আমেরিকা’ (Voice Of America) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেলে চোখ পাতলেই দেশ-দুনিয়ার নানান রকমের খবর দেখতে পাওয়া যাবে। তবে এই সবের মাঝে ধূসর বর্ণের টিয়াপাখির ভিডিওই (Grey Parrot Video) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) চর্চার বিষয়ে পরিণত হতে দেখা গেল।

Viral Video

ভাইরাল ভিডিওটিতে একটি ধূসর বর্ণের টিয়াপাখি দেখতে পাওয়া যায়। ভিডিওটিতে পাখিটিকে সামনে থাকা ব্যক্তির বিভিন্ন প্রশ্নের জবাব দিতে দেখা যায়। ব্যক্তিটিকে পাখিটির সামনে মাইক্রোফোন ধরে একাধিক প্রশ্ন করতে দেখা যায়। তিনি প্রথমে প্রশ্ন করেন, “আর ইউ ফেমাস?” এর উত্তরে শোনা যায় “আই অ্যাম আ স্টার”। এরপরে ব্যক্তিটি পাখিটিকে কয়েকটি জীবজন্তুর আওয়াজের নকল করতে বলে। অনুরোধ পেয়েই নিজের কাজ শুরু করে দেয় ধূসর বর্ণের টিয়া পাখিটি। প্রথমে রেড উল্ফের (Red Woolf Sound), তারপরে একে একে পেঁচার আওয়াজ (Owls Sound), পাখির কিচির মিচিরের আওয়াজ (Song Birds Sound), মোরগ ডাক (Roosters Sound), ঘোড়ার আওয়াজ (Horse Sound), পড়ে যাওয়ার আওয়াজ (Falling Down Sound), বিড়ালের মিয়াও ডাক (Cats Meow), কুকুরের ঘেউঘেউয়ের আওয়াজ (Dogs Bark) নকল করতে দেখা যায়।

পাখিটি এখানেই থেমে যায়নি। স্পেসশিপ, লেজা়র্স, জলবিন্দু, দরজা ঠোকা, গাড়ি চালু করার আওয়াজও নকল করতে দেখা যায়। ‘কাম হেয়ার’ (Come Here) বলে কুকুরকে ডাক দেওয়ার নকল করে সবশেষে গুড বাই (Good Bye) বলতে দেখা যায় টিয়া পাখিটিকে।ভিডিওটি ইতিমধ্যে ৫.৮ কোটি মানুষ দেখে ফেলেছেন এবং ১০ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements