রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৩৫ কেজির প্রকান্ড ইলিশ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: বাঙালির বর্ষাকাল বিনা ইলিশে যাবে, তা হয়তো ভাবাই যাবে না। বর্ষাকাল এলেই ইলিশ মাছের প্রসঙ্গ বারংবার উঠে আসে। ইলিশের প্রকারভেদ অনুসারে ইলিশের মাছের চাহিদা সৃষ্টি হতে দেখা যায়।…

Advertisements

Viral Video: বাঙালির বর্ষাকাল বিনা ইলিশে যাবে, তা হয়তো ভাবাই যাবে না। বর্ষাকাল এলেই ইলিশ মাছের প্রসঙ্গ বারংবার উঠে আসে। ইলিশের প্রকারভেদ অনুসারে ইলিশের মাছের চাহিদা সৃষ্টি হতে দেখা যায়। মাছের ওজন হিসাবেও বিক্রি হতে দেখা যায় আস্ত ইলিশ। এবার এই ইলিশকেই বাঙালির পাত থেকে উঠে এসে ঝাঁপ দিতে দেখা গেল সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে। সম্প্রতি ইলিশের নাম কেন্দ্রীক এক ভিডিও সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেল।

Viral Video

Advertisements

মাছ কেন্দ্রীক একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় করে রেখে দিল। ফেসবুকের এক আইডি থেকে আপলোড হওয়া মাছের ভিডিওটি কার্যত শোরগোল ফেলে দিল ভার্চুয়াল জগতে। আর হবে নাই বা কেন? মাছটির ওজন যে ৩৫ কেজি। হ্যাঁ, ঠিকই শুনলেন। প্রথমে অবিশ্বাস্য ব্যাপারে মনে হলেও এটাই সত্যি! দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান মাছটি ইলিশ মাছ, আর তা জানার পর থেকেই হইহই রব পড়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।

Viral Video

ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে ‘বিজনেস প্রাইম নিউজ’ (Business Prime News) নামক এক ফেসবুক পেজ থেকে। ভিডিওটি শুরু হলে এই ভিডিওতে দেখা যায় বেশ কিছু লোক সমুদ্রের ধারে হইহই করে একটি জাল টেনে আনছেন। পরে ভিডিও এগোলে ভিডিও রেকর্ডিংকারী ব্যক্তিকে জালটির আরও কাছে যেতে দেখা যায়। এরপরে জড়িয়ে থাকা জালটি খুলতেই বিশালাকার একটি মাছকে জালের উপরে পড়ে থাকতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে এটি ৩৫ কিলো বিশিষ্ট ইলিশ মাছ। মাছটির নাম ও ওজন শুনেই হাঁ হয়ে থেকে গেছেন নেটিজেনরা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হয়েছে। প্রায় ৬.৯ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং ৪৯ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements