Viral Video: আবার ‘কাভালা’ গানে নাচ করার ভিডিও হল ভাইরাল (Kaavaalaa Dance Viral Video)। এই ভাইরাল ভিডিওতে একটি ছোট্ট মেয়েকে জনপ্রিয় ‘কাভালা’ (Kaavaalaa) গানে ডান্স করতে দেখা যায়। এই ভিডিও দেখে পুচকির নাচের প্রেমে পড়ে গেছেন বহু নেটিজেন। দর্শকদের মন জয় করে নিয়েছে ছোট্ট মেয়েটির মন ভোলানো এক্সপ্রেশন। ভিডিওটি কি আপনি দেখেছেন?
ভাইরাল ভিডিওতে (Dance Viral Video) মিষ্টি পুচকির পরণে দেখা যায় মিষ্টি গোলাপি রঙের ফুল প্যান্ট ও কালো রঙের টপস। ছোট্ট ছোট্ট নখে কালো নেলপলিশ পরে খুবই কিউট ভঙ্গিমায় ডান্স করে ছোট্ট মেয়েটি। পুচকির ফেসিয়াল এক্সপ্রেশন তো দেখার মতো ছিল। চোখ-মুখ কুঁচকে মুখে একগাল হাসি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নানান রকমের অঙ্গিভঙ্গির সাহায্য নিয়ে নাচ করতে দেখা যায় ছোট্ট মেয়েটিকে।
ভিডিওটি আপলোড করা হয়েছে ‘কিউটিপাই রিভা’ (Cutiepie Riva) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান পুচকির নাম অরুণা শ্রীকান্ত ভৈদা (Aruna Srikanth Vyda) আইডির ড্যাশবোর্ডে চোখ রাখলেই নামটি দেখতে পাওয়া যায়। পুচকির নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে। সেই চ্যানেলটির নাম হল ‘রিভা ভৈদা’ (Riva Vyda)। সেই চ্যানেলেও রিভার নাচের ভিডিও দেখতে পাওয়া যায়।
View this post on Instagram
রিভার ‘কাভালা’ গানে নাচ করার ভিডিও দর্শকদের খুব পছন্দ হয়েছে। বহু মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন এবং ৯ লক্ষ ৩৫ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন। লাভ ইমোজিতে ভরে গিয়েছে পোস্টের কমেন্ট বক্স। এক নেটিজেন লিখেছেন, “কিউট ডল”। আরেক নেটিজেন লেখেন, “লাভলি ডান্স”। একজন তাঁর কিউটনেসের উল্লেখ করে মন্তব্য করেন, “কি কিউট বাচ্চাটা”। তো আরেকজন পুচকির নাচের প্রশংসা করে লেখেন, “সুপার ডান্সার”। সবমিলিয়ে নেটিজেনদের ভালোবাসা পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিও।