Viral Video: সোশ্যাল মিডিয়া (Social Media) মানেই নানান রকমের ভিডিও সমাহার। সোশ্যাল মিডিয়া ক্যাটাগরির অধীনে একাধিক প্ল্যাটফর্ম পাওয়া যায়। ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয়তা অন্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে বেশি। মানুষ নিজেদের পছন্দের ভিত্তিতে বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে প্রবেশ করেন এবং ভিডিও কন্টেন্টের অজানা জগতে হারিয়ে যান।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন কোনো এক ভিডিও প্রায় একই সময় বিশাল সংখ্যার মানুষের পছন্দের বিষয়ে পরিণত হয়, তখন তা ভাইরাল ভিডিওর তকমা পায়। এই পৃথিবীতে নানান রকমের জীবজন্তু দেখতে পাওয়া যায়। এর মধ্যে ইউনিক বৈশিষ্ট্যের কিছু হলে তা বিশেষভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি এক অদ্ভুত তথা বিরল প্রকৃতির মাছের ভিডিওই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেল।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘এসজে ইনসেপশন’ (SJ Inception) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটির শুরুতে একটা অ্যাকোয়ারিয়াম সংগ্রহশালা দেখতে পাওয়া যায়। ভিডিও এগোলে এই সংগ্রহশালায় নানান রকমের মাছ দেখতে পাওয়া যায়। তবে এর মধ্যে সবচেয়ে বেশি অবাক করে দেয় পাখনা বিহীন চার পাযুক্ত মাচের ছোট্ট অ্যাকোয়ারিয়াম। এই অদ্ভুত মাছ দেখে কার্যত হাঁ হয়ে থেকে গেছেন নেটিজেনরা।
ডেস্ক্রিপশন বক্সে দেওয়া তথ্য থেকে জানা যায়, এই ভিডিওটি কর্ণাটক অ্যাকোয়ারিয়ামের এবং ভিডিওটিতে দৃশ্যমান মাছটি অ্যাক্সোলোটল্স ওয়াকিং ফিশ (Axolotls Walking Fish) নামে পরিচিত। এদিকে অ্যাকোয়ারিয়ামের মালিকের তরফে জানানো হয়, প্রাণীটি দেখতে মাছের মতো হলেও, প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের নিরিখে এটি আসল অ্যাম্ফিবিয়ান্স, যা বাংলায় উভচর প্রাণী নামে পরিচিত। জানলে অবাক হবেন, ব্যাঙ এই শ্রেণীতেই পড়ে।
ভিডিওটি ২৬ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং ২১ হাজার মানুষ পছন্দ করেছেন। অ্যাক্সোলোটল্সকে (Axolotls Viral Video) কেন্দ্র করে নেটিজেনদের কৌতূহল ভিডিওর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়।