Viral Video: ‘সামি সামি’ গানে মজে সোশ্যাল মিডিয়া। এই গানকে কেন্দ্র করে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেউ এই গানকে কেন্দ্র করে গানের কভার পেশ করেন, তো কেউ আপলোড করেন ডান্স কভারের ভিডিও। আজকের এই প্রতিবেদন ‘সামি সামি’ (Saami Saami) গানে তৈরি হওয়া ডান্স কভারকে নিয়েই।
বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই ‘সামি সামি’ গানের তালে বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে নাচ করতে দেখা যায়। এর মধ্যে কিছুজন শখের বশে ডান্স করে থাকেন। কেউ আবার নৃত্যে প্রশিক্ষণ নিয়ে ডান্স কভার পেশ করে থাকেন। ভিডিওগুলো বেশ দৃষ্টি আকর্ষণ করার মতো থাকে। নৃত্যশিল্পীরা খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করে থাকেন নিজেদের ডান্স কভারে। কারোর পোশাক নজরকাড়া হয়, তো কারোর নৃত্যশৈলী। কারণ যাই হোক না কেন, এই ভিডিও কাউকে ভালো লাগলে সময় খরচ করেও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তা দেখে থাকেন। ফলস্বরূপ, উক্ত ডান্স কভার মাঝেমধ্যে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
সম্প্রতি এমনই এক ডান্স কভার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল ভিডিওতে দৃশ্যমান সুন্দরী যুবতীকে বন্ধ ঘরের মাঝে কালো রঙের ম্যাচিং শাড়ি ব্লাউজ পরে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা যায়। চুল পরিপাটি করে বিনুনি করে মাথায় গজড়া পরে মানানসই মেকআপে অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে নৃত্য প্রদর্শন করেন যুবতী।
এই ভিডিওটি আপলোড করা হয়েছে ‘সোহিনী’জ় ক্রিয়েশনস’ (Sohini’s Creations) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে জানতে পারা যায়, ভিডিওতে দৃশ্যমান যুবতীর নাম সোহিনী মন্ডল (Sohini Mandal)। সোহিনীর এই ভিডিও দেখে নেটিজেনরা মন খুলে প্রশংসা করেছেন। পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে নেটিজেনদের প্রতিক্রিয়া ও মন্তব্যে।