রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: ‘পুষ্পা’ ছবির গানে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise) সিনেমা। এই সিনেমা মুক্তি পাওয়ার পরই ভারত জুড়ে তা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই সিনেমা আঞ্চলিক ভাষা তেলেগুর…

Advertisements

Viral Video: ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমা। এই সিনেমা মুক্তি পাওয়ার পরই ভারত জুড়ে তা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই সিনেমা আঞ্চলিক ভাষা তেলেগুর হলেও তা সর্বত্র চর্চিত হয়। অ্যাকশন-ড্রামা জেনারের এই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দনাকে (Rashmika Mandanna) এবং ক্যামিও রোলে দেখা যায় সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu)।

Viral Video

Advertisements

‘পুষ্পা’ সিনেমার একাধিক জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘সামি সামি’ (Saami Saami) ও ‘ও আন্তাভা’ (Oo Antava) গান। তেলেগু ভাষার পাশপাশি গানগুলো হিন্দি ভাষাতেও উপলব্ধ রয়েছে। দুই গানের মুখ্য আকর্ষণ থাকেন দুই অভিনেত্রী রশ্মিকা মন্দনা ও সামান্থা রুথ প্রভু। রশ্মিকার ডান্স স্টাইল এতটাই জনপ্রিয় হয়ে যায় যে, ছোট্ট খুদে কন্যা থেকে প্রাপ্তবয়স্ক মহিলা সবাকেই এই গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। অপরদিকে ‘ও আন্তাভা’ গানটিতে সামান্থার আবেদনময়ী ভঙ্গিতে পেশ করা ডান্স পুরুষ দর্শকদের হৃদয়ে ঝড় তুলে দেয়।

Viral Video

বছর দুই পেরিয়ে গেলেও গানগুলোর জনপ্রিয়তা এক ফোঁটাও কমতে দেখা যায়নি। আজও নৃত্যশিল্পীদের এই দুই গানে ডান্স কভার পেশ করতে দেখা যায়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হল যেখানে দুই গানের রিমিক্সে এক যুবতীকে নৃত্য পরিবেশন করতে দেখা গেল।

নীল রঙের ব্যাকগ্রাউন্ডের সামনে লাল রঙের শাড়ি ও নেভি ব্লু রঙের কোয়ার্টার স্লিভযুক্ত ব্লাউজ পরে এক সুন্দরী যুবতীকে ডান্স করতে দেখা যায়। সিল্কি স্ট্রেট চুল খোলা রেখে মুখে মানানসই মেকআপ, কানে দুল ও হাতে চুড়ি পরিহিত অবস্থায় অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে ডান্স করতে দেখা যায় তাঁকে। ‘ডান্স উইথ রাজ’ (Dance With Raj) চ্যানেল থেকে পোস্ট হওয়া এই ভিডিও নেটিজেনদের খুব পছন্দ হয়েছে। প্রশংসায় ভরে গেছে পোস্টের কমেন্ট বক্স।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements