রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Viral Video: খোলা চুল উড়িয়ে ‘আজা নাচলে’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video: জনপ্রিয় 'আজা নাচলে' গানে নাচ (Aaja Nachle Dance Cover) করে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে সুন্দরী যুবতী। খোলা আকাশের নিচে বাড়ির ছাদে নিপুণতার সঙ্গে নৃত্য পরিবেশন করলেন তিনি। সাবলীলভাবে…

Advertisements

Viral Video: জনপ্রিয় ‘আজা নাচলে’ গানে নাচ (Aaja Nachle Dance Cover) করে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে সুন্দরী যুবতী। খোলা আকাশের নিচে বাড়ির ছাদে নিপুণতার সঙ্গে নৃত্য পরিবেশন করলেন তিনি। সাবলীলভাবে মাধুরী দীক্ষিতের সিনেমার গানে নেচে দর্শকদের মন জয় করে নিলেন তরুণী। ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। আপনি দেখেছেন?

Viral Video

Advertisements

ভাইরাল ভিডিওর (Viral Video) ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘আজা নাচলে’ (Aaja Nachle) সিনেমার ‘আজা নাচলে’ গান। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। নৃত্যধর্মী এই চলচ্চিত্রে দক্ষতা ও নিপুণতার সঙ্গে নেচে দর্শকদের অভিভূত করে দেন মাধুরী। এবার সেই গানেতেই অসাধারণ ভঙ্গিমায় নেচে নেটিজেনদের তাক লাগিয়ে দিলেন এক যুবতী।

Viral Video

ভিডিওটি আপলোড করা হয়েছে ‘ডান্স উইথ আলিশা’ (Dance With Alisha) নামক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম আলিশাই (Alisha Viral Video)। তিনি উক্ত চ্যানেল থেকে নিজের নাচের ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি ভাইরাল হওয়া আলিশার ভিডিওতে আলিশাকে খুবই সুন্দরভাবে দক্ষতার সঙ্গে শরীরি হিল্লোল প্রদর্শন করে নাচ করতে দেখা যায়। আলিশার পরণে দেখা যায় ঘেরযুক্ত সিলভার রঙের ফুল লেন্থ স্কার্ট ও সাদা রঙের ব্লাউজ। ঢেউ খেলানো চুল বাতাসে উড়িয়ে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেন তিনি।

ভিডিওটি প্রায় ২৪ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ১.৩৪ লক্ষ মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। প্রশংসার বন্যা বয়ে গিয়েছে ভিডিওর কমেন্ট বক্সে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements