Viral Video: সোশ্যাল মিডিয়ায় একটা নির্দিষ্ট সময় অন্তর কিছু না কিছু ট্রেন্ডে থাকতে দেখা যায়। কখনও কোনো বিশেষ ডান্স ফর্ম, আবার কখনও কোনো এক গান সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড লিস্ট দখল করে থাকতে দেখা যায়। এই ট্রেন্ডিং গান বা নাচগুলোর স্থায়িত্ব কখনও কয়েক মাস হয়, আবার কখনও বছর গড়িয়ে যায়। সম্প্রতি এক গান বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডিং বিষয়ে পরিণত হতে দেখা গিয়েছে।
এমনই এক ট্রেন্ডিং গান হল ‘জিহাল-এ-মিশকিন’ (Zeehal-e-Mishkin)। এই গানটি গেয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও গায়ক বিশাল মিশ্র (Vishal Mishra)। এই গানের মিউজিক সম্পাদনা করেছেন জাভেদ-মহসিন (Javed-Mohsin)। এটি আসলে একটি মিউজিক ভিডিও। এই ভিডিওতে অভিনয় করতে দেখা গিয়েছে জ়িনজুরকে (Rohit Zinjurke) ও নিমৃত আলুওয়ালিয়াকে (Nimrit Ahluwalia)। এই গানটি কলমে ধরেছেন কুণাল বর্মা (Kunal Verma)। সবার প্রচেষ্টায় এই গান ২০২৩ সালে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর থেকেই এই গানটিকে ট্রেন্ডিং গানে পরিণত হতে দেখা যায়।
সম্প্রতি এই ভাইরাল গানেই একটি নাচের ভিডিও প্রকাশ্যে আসতে দেখা গেল। দৃশ্যমান নৃত্যশিল্পীর দৌলতে সেই নাচের ভিডিও ভাইরাল হয়ে যেতে দেখা গেল। এই ভিডিওটি আপলোড করা হয়েছে জেসি’স ওয়ার্ল্ড (JC’s World) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওতে দৃশ্যমান যুবতীর নাম জয়ন্তী চক্রবর্তী (Jayanti Chakraborty)। জয়ন্তীকে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে জিহাল-এ-মিশকিন গানে খুবই সুন্দরভাবে নৃত্য প্রতিস্থাপন করতে দেখা যায়।
ভিডিওতে তাঁর পরণে দেখা যায় খয়েরি ও কালো রঙের অ্যাঙলো-ইন্ডিয়ান গাউন। এই পোশাকের সঙ্গে তাঁর মাথায় দেখা যায় অক্সিডাইজ টিকলি ও হাতে কালো রঙের চুড়ি। কোমর অব্দি গড়িয়ে যাওয়া সিল্কি স্ট্রেট চুল খোলা রেখে অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে নৃত্য পরিবেশন করেন জয়ন্তী।