রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Aadhaar Card Update: দাঁড়াতে হবে না দীর্ঘ লাইনে! বাড়িতে বসেই আপডেট করুন আধারে মোবাইল নম্বর, জেনে নিন পদ্ধতি

Aa kiAadhaar Card Update: ভারতের বাসিন্দাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। বিভিন্ন সরকারি কাজের পরিষেবার জন্য আবেদন করতে গেলে এই কার্ডটি দরকার পড়ে। আধার কার্ডে তথ্য আপডেট…

Advertisements

Aa kiAadhaar Card Update: ভারতের বাসিন্দাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। বিভিন্ন সরকারি কাজের পরিষেবার জন্য আবেদন করতে গেলে এই কার্ডটি দরকার পড়ে।

Aadhar Card Update

Advertisements

আধার কার্ডে তথ্য আপডেট অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই করা যায়। যদিও কিছু বিষয় আছে যেগুলো অনলাইনে করার অনুমতি নেই। এর মধ্যে একটি বিষয় হল মোবাইল নম্বর যুক্ত বা আপডেট করার কাজ। এই কাজটি অফলাইনে এতদিন করতে হতো। আগে সিইসসি কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তবে মোবাইল নম্বর আপডেট করা সম্ভব হতো। তবে এবার নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করলে বাড়িতে বসেই আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা সম্ভব হবে। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল (add Mobile number to Aadhaar Card)।

বাড়িতে বসে আধার কার্ডে মোবাইল নম্বর যোগ করবেন কীভাবে? (Aadhaar card Update)

১. বাড়িতে বসে আধার কার্ডে মোবাইল নম্বর যোগ করার জন্য প্রথমে যেতে হবে আইপিবিএস (IPBS) তথা ‘ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক’ (India Post Payment Banks) ওয়েবসাইটে।
২. এই ওয়েবসাইটেই আধার সংক্রান্ত নানান রকমের কাজ হয়ে থাকে।
৩. এই ওয়েবসাইটেই আবেদনপত্র পূরণ করতে হবে।
৪. পূরণ করা হয়ে গেলে সিলেক্ট করতে হবে আধার মোবাইল নম্বর। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Aadhaar card update

৫. জমা করার কাজ ঠিকঠাকভাবে হয়ে গেলে নিকটবর্তী পোস্ট অফিসের শাখা থেকে ডাক আসবে। এই সূত্রে আপনার বাড়িতে একজন পোস্টম্যানও আসবে।
৬. পোস্টম্যান এসে ৫০ টাকার মতো অতিরিক্ত চার্জ নেবে এবং মোবাইল নম্বর আপডেট করে দেবে।
৭. বাড়িতে মোবাইল নম্বর আপডেট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ১৫৫২৯৯ নম্বরে কল করা যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements